[ad_1]
কি অবস্থা সবার? আবারো হাজির হলাম নতুন একটি Trick নিয়ে পিসি ইউজারদের জন্যে।
যারা শৈশবের Nostalgia উপভোগ করতে চান নিজেদের পিসিতেও (মোবাইলের মতো) তাদের জন্যেই এই পোস্ট।
মোবাইল Java Games খেলা যায় সে তো আমরা কমবেশি প্রায় সবাই জানি। যারা নতুন পিসি ইউজার রয়েছেন বা পুরোনো যারা রয়েছেন Java Games খেলতে পারেন না বা পারেননি এখনো আপনাদের পিসিতে এই পোস্টটি শুধুমাত্র তাদেরই জন্যে।
তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের টপিক।
এর জন্যে আমাদের যা যা লাগবে :
2. mega
👉 Link – download java for windows
👉 Link To Website – www.urlex.org
১) android এ ছোট স্ক্রিনের চেয়ে এখানে বড় স্ক্রিনে খেলতে পারবেন।
২) Android এ বাটন বড় করে নিলেও uncomfortable feel হয় খেলতে। এখানে এমন কিছুই হবে না। মনে হবে java keypad এই খেলছেন।
৩) আপনি চাইলে 2d + 3d graphic engine modify করে খেলতে পারবেন।
৪) Speed Up + Slow Down ও করতে পারবেন।
৫) Start/Pause + Reset Tick এর Option রয়েছে।
৬) record keys/Enable Autoplay এর অপশন রয়েছে।
৭) Capture to file/capture to clipboard এর অপশন রয়েছে।
৮) এমনকি Internet এও connet করে খেলতে পারবেন।
আমি তেমন কোনো অসুবিধা feel করিনি। আপনার experience জানাতে ভুলবেন না।
আর হ্যাঁ, কোথাও শেয়ার করার আগে আমাকে জানাবেন নয়তোবা At least Credit দিবেন – 4HS4N এর।
আমার Permission ছাড়া কোথাও পোস্ট করলে তার বিরুদ্ধে একশন নিতে বাধ্য থাকবো।
আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।
দেখা হবে নতুন কোনো ট্রিক শেয়ারের সময়।
Stay With TrickBD
THIS IS 4HS4N
LOGGING OUT….
[ad_2]
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ শেখ কামালউদ্দিন স্মরণ
নির্বাহী সম্পাদক: মোহাম্মদ শেখ শাহিনুর রহমান
📚 বিশ্বাসযোগ্য তথ্য, নির্ভরযোগ্য সংবাদ।
ঠিকানা:
৭৭, সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা, ঢাকা-1212
📞 অফিস: +88 09638152617
📞 বিজ্ঞাপন: +88 01701884405
📧 ইমেইল: info@amadersomaj.com
🌐 ওয়েবসাইট: amadersomaj.com
স্বত্ব ©২০২৫ আমাদের সমাজ |