[ad_1]
না আজ আর কবিতা নিয়ে আসেনি
আজ ভালোবাসার দাবি নিয়ে এসেছি।
কবিতা আমার সকল পঙক্তিতে
শুধু ভালোবাসা ছাড়া।
তোমাকে ছোঁয়ার তিব্র আক্ষেপ
না বলা সেই কথা বারংবার প্রশ্ন তুলে মনে।
ভালোবাসো কি সত্যি?
শরীর ছুঁতে হবে না মন ছুঁয়ে থাকো।
সব সময় কথা বলতে হবে না -
মাঝে মধ্যে কথা বলো?
তবুও তো বুঝবো ভালোবাসো আমায়।
না, আমাকে নিয়ে যেতে হবে না
লাভ রোড, শাহবাগ - পরীবাগ,
কাঁটাবন পাখির দোকানে কিংবা -
টিএসসির বই ফেরিতে।
শুধু রাস্তা ধারে পড়ে থাকা-
একটি ঘাসফুল হাতে দিয়ে বলো ভালোবাসি
এতেই আমি খুশি।
ঘাসফুল দিও - কাব্য কথায় কবি মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য
[ad_2]
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ শেখ কামালউদ্দিন স্মরণ
নির্বাহী সম্পাদক: মোহাম্মদ শেখ শাহিনুর রহমান
📚 বিশ্বাসযোগ্য তথ্য, নির্ভরযোগ্য সংবাদ।
ঠিকানা:
৭৭, সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা, ঢাকা-1212
📞 অফিস: +88 09638152617
📞 বিজ্ঞাপন: +88 01701884405
📧 ইমেইল: info@amadersomaj.com
🌐 ওয়েবসাইট: amadersomaj.com
স্বত্ব ©২০২৫ আমাদের সমাজ |