[ad_1]
যদি একটিবার প্রাণ ফিরে পাই
তবে প্রাণনাথ হব;
ভালোবাসায় বাসাবো গা
উদয়স্থ হবে প্রণয়।
থেমে থাকা নদীতে হবে স্রোত,
মজে যাওয়া গোলাপ ও ফিরে পাবে প্রাণ।
তোমার যে ঠোটে চুমু খেয়েছিল প্রাক্তন প্রেমিক
সেই নষ্ট ঠোট খসে পড়ে ফুটবে অনিন্দ্য গোলাপ।
যদি প্রাণ ফিরে পাই;
তবে প্রাণনাথ হব,
ঊষা হয়ে কাটবো ধোঁয়াশা।
ষোড়শীর প্রেম হবো, শ্যামের বাঁশি হব;
হব তোমার চোখের কাজল,
না বলা সেই কথা হব,
সময়ে-অসময়ে জড়িয়ে ধরব।
যদি একটিবার-
শুধু একবার প্রাণ ফিরে পায়
তবে প্রাণনাথ হব।
প্রাণনাথ হবো - কাব্য কথায় কবি মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
#কাব্য
[ad_2]
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ শেখ কামালউদ্দিন স্মরণ
নির্বাহী সম্পাদক: মোহাম্মদ শেখ শাহিনুর রহমান
📚 বিশ্বাসযোগ্য তথ্য, নির্ভরযোগ্য সংবাদ।
ঠিকানা:
৭৭, সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা, ঢাকা-1212
📞 অফিস: +88 09638152617
📞 বিজ্ঞাপন: +88 01701884405
📧 ইমেইল: info@amadersomaj.com
🌐 ওয়েবসাইট: amadersomaj.com
স্বত্ব ©২০২৫ আমাদের সমাজ |