[ad_1]
সাইফুল্লাহ নাসির, আমতলী (বরগুনা) : বরগুনার আমতলীতে বুধবার সকাল ১০টায় ডাকাতদের গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন করেছেন আমতলী আইনজীবি সমিতি।
গত ১৮ সেপ্টেম্বর ২০২৩ ইং তারিখ আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের আইনজীবি ও জেলা পরিষদ এর সাবেক সদস্য অ্যাডভোকেট আরিফ উল হাসান (আরিফ) এর একমাত্র কন্যা মোসাঃ আজরিন হাসান আরোশী ও শশুর কে,এম ইউসুফ জামানের বাসার সকল সদস্যদের জিম্মি করে ডাকাতি ও হত্যার উদ্দেশ্যে গুরুতর আঘাত করার ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবীতে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদলড সংলগ্ন সড়কে বরগুনা জেলা আইনজীবি সমিতির সহ-সভাপতি অ্যাডভোকেট মো: মহসিন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন,বরগুনা জেলা আাইনজবি সমিতির যুগ্ম সাধারন সম্পাদক অ্যাডভোকেট মঈন পাহলান,সিনিয়র আইনজীবি অ্যাডঃ হরিহর চন্দ দাস,অ্যাডঃ শাহ আলম মিয়া ,অ্যাডভোকেট মোঃ জসিম উদ্দিন,অ্যাডভোকেট আলমগীর হোসেন,অ্যাডভোকেট মোঃ বাকের,অ্যাডভোকেট মাহবুবুল আলম ও অ্যাডভোকেট আরিফ উল হাসান আরিফ এর কন্যা শিশু আজরিন হাসান আরোশী প্রমুখ।
উল্লেখ্য, বরগুনার আমতলীর চালিতাবুনিয়া বাঁশতলা গ্রামে শেখ হাসিনা সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের পূর্ব পাশে গত ১৮ সেপ্টেম্বর সোমবার গভীর রাতে এক দুধর্ষ ডাকাতি সংগঠিত হয়েছে। ডাকাতরা নগদ ২ লাখ ১১ হাজার টাকা ও প্রায় ১০ ভরি স্বর্নলংকার লুট করে নিয়ে যায় তাদের হামলায় গৃহকর্তা এবং তার স্ত্রী মেয়েসহ ৭জন আহত হয় ।এ ঘটনায় গৃহকর্তা ইউসুফ জামান বাদী হয়ে আমতলী থানায় মামলা দায়ের করেন। পুলিশ ডাকাতির ঘটনার সাথে সংশ্লিষ্ট শহিদ ফকির নামের এক ডাকাতকে গ্রেফতার করেছে।
মানববন্দনে আইনজীবি নেতৃবৃন্দ অভিযোগ করেন ডাকাতির ঘটনার ১ মাস অতিবাহিত হলেও কেবল একজন ডাকাতকে গ্রেফতার করেছে থানা পুলিশ। অন্য ডাকাতদের এখোনো গ্রেফতার করতে পারেনি। তারা অবিলম্বে ডাকাতদের গ্রেফতার করে দৃষ্টান্তমুলক বিচারের দাবী জানান।
মানববন্ধনে আইনজীদের সাথে কয়েক শত বিভিন্ন শ্রেনও পেশার মানুষ অংশগ্রহন করেন।
আমতলী থানার অফিসার ইনচার্জ কাজী সাখোয়াত হোসেন তপু বলেন, ডাকাতির সাথে সংশ্লিষ্ট ১ ডাকাতকে গ্রেফতার করা হয়েছে বাকীদের গ্রেফতারের জন্য অভিযান চলমান রয়েছে।
[ad_2]
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ শেখ কামালউদ্দিন স্মরণ
নির্বাহী সম্পাদক: মোহাম্মদ শেখ শাহিনুর রহমান
📚 বিশ্বাসযোগ্য তথ্য, নির্ভরযোগ্য সংবাদ।
ঠিকানা:
৭৭, সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা, ঢাকা-1212
📞 অফিস: +88 09638152617
📞 বিজ্ঞাপন: +88 01701884405
📧 ইমেইল: info@amadersomaj.com
🌐 ওয়েবসাইট: amadersomaj.com
স্বত্ব ©২০২৫ আমাদের সমাজ |