[ad_1]
এতসব প্রিয়জনের মাঝে
তোমাকে প্রয়োজন বানিয়ে নিয়েছিলাম,
প্রিয় জিনিস একসময় অপ্রিয় হয়ে ওঠে,
কিন্তু
একমুহুর্ত ভালো থাকতে তোমায় প্রয়োজন,
একটু মানসিক শান্তির জন্য তোমার হাসির প্রয়োজন,
নিজের সব ক্লান্তি দূর করতে তোমাকে জড়িয়ে ধরে ভালোবাসি বলা প্রয়োজন,
বলো এমন প্রয়োজন কে আমি কি করে ভুলে যাই?
ভুলে যাওয়ার চেষ্টা করলেই
তোমার মুখটা ভেসে ওঠে,
তোমার হাসিটা কানে বাজতে থাকে,
তোমার হাতের স্পর্শ মনে পড়ে,
আমি জানি,
একদিন আমি তোমাকে ভুলে যাবো,
কিন্তু সেই দিনটি এখনো আসেনি,
আমি এখনো তোমাকে প্রয়োজন মনে করি,
আমি এখনো তোমাকে ভালোবাসি,
আমি জানি,
একদিন আমি তোমাকে ভুলে যাবো,
কিন্তু সেদিনটি না আসা পর্যন্ত,
আমি তোমাকে ভালোবেসে যাবো,
তোমাকে প্রয়োজন মনে করে যাবো।
তোমায় প্রয়োজন- মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
[ad_2]
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ শেখ কামালউদ্দিন স্মরণ
নির্বাহী সম্পাদক: মোহাম্মদ শেখ শাহিনুর রহমান
📚 বিশ্বাসযোগ্য তথ্য, নির্ভরযোগ্য সংবাদ।
ঠিকানা:
৭৭, সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা, ঢাকা-1212
📞 অফিস: +88 09638152617
📞 বিজ্ঞাপন: +88 01701884405
📧 ইমেইল: info@amadersomaj.com
🌐 ওয়েবসাইট: amadersomaj.com
স্বত্ব ©২০২৫ আমাদের সমাজ |