[ad_1]
অভাগীর বুঝি দুঃখের শেষ হবে না,
যতই হাসিমুখে থাকি,
ভিতরে ভিতরে কাঁদি।
দুঃখের সাগরে ভাসি,
কোনো তীর নেই আমার,
কতই চেষ্টা করি,
কিন্তু পার পাই না।
অভাগীর জীবনে সুখ নেই,
শুধুই দুঃখ আর কষ্ট,
আমার কপালটাই খারাপ,
তাই হয়তো সব হয়।
আমি তো সবাইকে ভালোবাসি,
কিন্তু কেউ ভালোবাসে না,
আমি তো সবার জন্য কিছু করতে চাই,
কিন্তু কেউ আমার পাশে থাকে না।
অভাগীর বুঝি দুঃখের শেষ হবে না,
আমার জীবনটা যেন একটা নদী,
যে নদীর দু'ধারেই শুধুই কষ্ট আর দুঃখ।
অভাগীর বুঝি দুঃখের শেষ হবে না _ মোহাম্মদ শেখ শাহিনুর রহমান।
[ad_2]
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ শেখ কামালউদ্দিন স্মরণ
নির্বাহী সম্পাদক: মোহাম্মদ শেখ শাহিনুর রহমান
📚 বিশ্বাসযোগ্য তথ্য, নির্ভরযোগ্য সংবাদ।
ঠিকানা:
৭৭, সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা, ঢাকা-1212
📞 অফিস: +88 09638152617
📞 বিজ্ঞাপন: +88 01701884405
📧 ইমেইল: info@amadersomaj.com
🌐 ওয়েবসাইট: amadersomaj.com
স্বত্ব ©২০২৫ আমাদের সমাজ |