রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০১:৫২ অপরাহ্ন

Crack ছাড়াই মাইক্রোসফট থেকে ডাউনলোড ও অ্যাক্টিভেট করুন Word, PowerPoint, Excel 2021, সাথে lifetime update!

রিপোর্টারের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩
  • ৪ টাইম ভিউ

[ad_1]

নোটঃ ডাউনলোড লিঙ্ক পোস্টের শেষে পাবেন।

দুনিয়ার সবচেয়ে জনপ্রিয় ওয়ার্ড প্রসেসর Microsoft Word. লেখালেখির এমন কিছু নেই যা ওয়ার্ডে করা যায় না। ছোট্র একটা ইতিহাস জানিয়ে রাখিঃ ওয়ার্ডের আগে ওয়ার্ড প্রসেসিংয়ে WordPerfect ছিল মার্কেট লিডার, তারও আগে ছিল WordStar. PowerPoint, Excel এগুলো নিয়েও তো আলাদা কিছু বলার নেই। প্রেজেন্টেশনে PowerPoint আর হিসাবে Excel মাস্ট।

ব্যাপার হল, সফটওয়্যারগুলো ফ্রি না। বাজারে এখন অনেক ফ্রি অপশন থাকলেও মাইক্রোসফটের কোয়ালিটি ও ফুটপ্রিন্টের সাথে পাল্লা দেয়া দূরূহ। চলুন দেখি কিভাবে নিরাপদে, মাইক্রোসফট থেকেই সফটওয়্যারগুলো সেটাপ করা যায়।

পোস্টের শেষে লিঙ্ক থেকে আপনার ফাইলটি নামিয়ে নিন। হয়তো খেয়াল করবেন লিঙ্কগুলোর ডোমেইন edgesuite.net, কিন্তু এটা আসলে মাইক্রোসফটেরই একটা ডোমেইন। ওরা Akamai CDN ইউজ করে, এই ডোমেইনটা তার সাথেই সংযুক্ত। আর এটা যে CDN লিঙ্ক তার একটা প্রমান হতে পারে ডাউনলোড স্পিড, আমি ডাউনলোডের সময় প্রায় 90-100 mbps স্পিড পাই যেখানে আমার ব্যান্ডউইথ আসলে 6 mbps. এখানে ব্যাপারটা আরো পরিষ্কার হবেন।

যাই হোক।

ডাউনলোডের পর .img ফাইলটার উপর রাইট ক্লিক করে এক্সট্র্যাক্ট করুন। তারপর setup রান করুন, সি ড্রাইভে ইনস্টল হবে, ৫ মিনিটের মধ্যেই আপনার প্রোগ্রাম রেডি।

সমস্যা হল, এটা ৭ দিন বা ১ মাসের ট্রায়াল ভার্শন, তারপর অনেক ফিচার লিমিট করে দিবে। তো কি করা যায়? এখানেই আসে আমাদের CMD ট্রিক 🌟

অ্যাক্টিভেশন

Admin হিসেবে CMD ওপেন করুন, পোস্টের শেষে দেয়া গিটহাব লিঙ্ক থেকে কোডগুলো পেস্ট করে Enter দিন।

Production activation successful লেখা দেখলেই বুঝবেন অ্যাক্টিভেশন ফিনিশ!

এখন ওয়ার্ড, বা যেটা ইনস্টল করেছেন তার Account ট্যাবে গিয়ে দেখবেন Product Activated লিখা উঠবে।

Account ট্যাবেই Update Options এ গেলে দেখবেন যে এখানে থেকে চাইলে প্রোগ্রামগুলো আপডেটও করা যাবে, সেটাও আবার মাইক্রোসফট থেকেই।

প্রমাণস্বরূপ আমি আপডেট দিয়েও দেখলামঃ

ভালো কথা, যেকোনো একটা সফটওয়্যার অ্যাক্টিভেট করলেই হবে, অন্য আরেকটা ইনস্টল/রিইনস্টলের পর অটোমেটিক অ্যাক্টিভেট হয়ে যাবে, আবার CMD রান করতে হবে না।

  1. CMD কাজ না করলে কোড কপি করে নোটপ্যাডে .bat নামে সেভ করুন, যেমন Office 2021.bat. তারপর মাউস রাইট ক্লিক থেকে run as administrator দেন, Windows নেটওয়ার্ক অ্যাক্সেস চাইলে অ্যালাউ দিন; Office অ্যাক্টিভেট হয়ে যাবে।
  2. যদি 0xABCDEF এই জাতীয় কোনো error পান তার মানে সার্ভার বিজি বা নেটে সমস্যা। একটু পর আবার ট্রাই মারেন, আর নেট কানেকশনও ঠিক আছে কিনা চেকে রাখেন।
  3. বাংলা ভাষা ভালো সাপোর্ট করাতে Options (নিচে বাম কোণে) থেকে language > add language > select Bangla > install. Set as Office display language থেকে চেকমার্ক উঠিয়ে দিবেন নয়তো পুরো সফটওয়্যার বাংলা হয়ে যাবে।

Microsoft Word – Download (4.46GB)

Microsoft PowerPoint – Download (4.46GB)

Microsoft Excel – Download (4.46GB)

Github Activation code – Copy from here

ওয়ার্ডে লিখুন, স্লাইডে দেখান, শিটে স্প্রেড করুন, আর ট্রিকবিডির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ 💓



[ad_2]

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
স্বত্ব © ২০২৫ আমাদের সমাজ |