ঢাকা, ১৫ জানুয়ারি, ২০২৬
আমাদের সমাজ,প্রতিনিধি :
প্রকাশিত : ১০:০৫ পিএম, ০৬ জানুয়ারি ২০২৬
Digital Solutions Ltd

খালেদা জিয়ার সংগ্রাম-মোহাম্মদ শেখ কামালউদ্দিন স্মরণ



প্রকাশিত : ১০:০৫ পিএম, ০৬ জানুয়ারি ২০২৬

খালেদা জিয়ার সংগ্রাম, লেখক : মোহাম্মদ শেখ কামালউদ্দিন স্মরণ



আমাদের সমাজ,প্রতিনিধি :

মোহাম্মদ শেখ কামালউদ্দিন স্মরণ সমকালীন বাংলাদেশের একজন বিশ্লেষণধর্মী লেখক, কলামিস্ট ও গবেষণাভিত্তিক সাহিত্যচর্চাকার। ব্যক্তি–মানুষ, সমাজ, রাজনীতি ও প্রজন্মগত পরিবর্তন—এই চারটি মাত্রাকে কেন্দ্র করে তাঁর লেখালেখি গড়ে উঠেছে গভীর অনুসন্ধান, তথ্যনিষ্ঠতা ও মানবিক দৃষ্টিভঙ্গির সমন্বয়ে।

 

তিনি বিশ্বাস করেন—

 

ইতিহাস শুধু তারিখের ধারাবিবরণী নয়, ইতিহাস হলো মানুষের অনুভূতি, সংগ্রাম ও সিদ্ধান্তের দীর্ঘ নথি।

 

এই দর্শন থেকেই তাঁর সাহিত্যকর্মে রাজনৈতিক ঘটনা কখনো স্লোগান হয়ে ওঠে না; বরং রূপ নেয় মানবিক বয়ানে, মনস্তাত্ত্বিক বিশ্লেষণে ও সমাজতাত্ত্বিক প্রেক্ষাপটে।

 

পাঠকপ্রিয় গ্রন্থ ‘জীবনসঙ্গী’, ‘মানুষ মতান্তর কেনো?’ এবং ‘The Gen Z Revolution’–এ তিনি সম্পর্ক, মতাদর্শ ও প্রজন্মগত পরিবর্তনকে গভীর বিশ্লেষণের মাধ্যমে উপস্থাপন করেছেন। তাঁর লেখনীতে তথ্য ও অনুভূতির ভারসাম্য পাঠককে শুধু পড়তে নয়—ভাবতে বাধ্য করে।

 

দীর্ঘ গবেষণা, রাজনৈতিক ইতিহাস বিশ্লেষণ ও নীরব সাক্ষ্যভিত্তিক অনুসন্ধানের ফসল হিসেবে তিনি রচনা করেছেন তাঁর সর্বশেষ ও সবচেয়ে গুরুত্বপূর্ণ উপন্যাস—

???? ‘খালেদা জিয়ার সংগ্রাম’

যা বেগম খালেদা জিয়ার সংগ্রামী জীবনের ওপর ভিত্তি করে রচিত প্রথম পূর্ণাঙ্গ গবেষণাধর্মী উপন্যাস।

 

এই গ্রন্থে তিনি একজন গৃহবধূ থেকে ফার্স্ট লেডি এবং সেখান থেকে রাজপথের আপসহীন নেত্রী হয়ে ওঠার রূপান্তরকে কেবল রাজনৈতিক ঘটনাপ্রবাহ হিসেবে নয়—একজন নারীর মানসিক দৃঢ়তা, শোক, নিঃসঙ্গতা ও অটল সংকল্পের মানবিক আখ্যান হিসেবে তুলে ধরেছেন।

 

২৫টি হৃদয়স্পর্শী অধ্যায়ে উপন্যাসটি পাঠককে নিয়ে যায় বাংলাদেশের আধুনিক রাজনৈতিক ইতিহাসের গভীরে—যেখানে ক্ষমতা, প্রতিরোধ, নৈতিকতা ও দেশপ্রেম একসূত্রে বাঁধা।

 

মোহাম্মদ শেখ কামালউদ্দিন স্মরণ-এর লক্ষ্য—

বাংলাদেশের ইতিহাস ও সংগ্রামকে স্থানীয় গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক পাঠকের কাছে মানবিক সাহিত্য হিসেবে পৌঁছে দেওয়া,

যাতে বিশ্ব বুঝতে পারে—

এই ভূখণ্ড শুধু রাজনীতির নয়, সাহসী মানুষেরও দেশ।

ফিচার বিভাগের অন্যান্য খবর



 Amadersomaj News
Follow Us

শহীদ সোহরাওয়ার্দী এভিনিউ, ব্লক কে, বারিধারা কূটনৈতিক অঞ্চল, ঢাকা-1212

সম্পাদক
তৌহিদুল ইসলাম মিন্টু

নির্বাহী সম্পাদক
মতিউর রহমান


প্রকাশক
আমাদের সমাজ মিডিয়া লিমিটেড
আমাদের সমাজ মিডিয়া লিঃ এর একটি প্রতিষ্ঠান।

নিউজ
ফোনঃ +1 916-934-7384
Email: amadersomajonline@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +1 916-934-7384
Email: amadersomajonline@gmail.com

DMCA.com Protection Status

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |amadersomaj.com