GP সিমে Bioscope ও Youtube MB দিয়ে সব কিছু High Speed এ ব্যবহার করুন

লেখক: Amadersomaj
প্রকাশ: ১ বছর আগে


আসসালামুয়ালাইকুম ট্রিকবিডিবাসী!

ফ্রি ইন্টারনেট সবাই আমরা চালাতে চাই । কিন্তু অনেকে আমরা অনেক কারণে কোনো ভাবেই সফল হতে পাচ্ছি না । কিন্তু ইন্টারনেট খরচ যাতে একটু কমে এবং খুব ভালো স্পীডে আপনারা চালাতে পারেন সেই উপায় নিয়ে আসলাম আজকে ।

আপনারা Grameenphone সিমে Bioscope MB এবং Youtube MB দিয়ে কিভাবে সব কিছু চালাবেন তার উপায় বলব । এটি আমার প্রথম পোস্ট তাই ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন । তিনটি উপায় আমি ব্যাবহার করে দেখেছি এবং এগুলো সঠিক ভেবে কাজ করছে । চলুন তাহলে শুরু করি ।

আপনারা Grameenphone সিমে ৩৩ টাকা দিয়ে 5GB (Bioscope MB) ৭ দিন মেয়াদে কিনতে নিচের পদ্ধতি অণুরসন করুন ।

১। প্রথমে আপনার ডাটা কানেকশন দিয়ে MY GP App এ প্রবেশ করুন ।

২। নিচে Services লিখার উপর Click করুন।

৩। offers&Packs section এর  মধ্যে Flexiplan এ ক্লিক করুন ।

৮। validity ৭দিন select করুন । বাকি সব ০ করে দিন ।  তারপর একদম নিচে চলে আসুন ।

৯। Bioscope এর জায়গায় 5GB select করুন।

১০। তারপর অফার কিনে ফেলুন।

৩ টি উপায় পেয়েছি ৩ টি VPN এর মাধমে , চলুন দেখে আসি।

১। ATA PRO VPN ডাউনলোড করুনঃ CLICK HERE

২। BS SOCKS VPN ডাউনলোড করুনঃ  CLICK HERE

৩। TSS TUNNEL ডাউনলোড করুনঃ CLICK HERE

এই তিনটি VPN এর Interface একই । সুতরাং আমি একটি vpn এর ব্যবহার দেখাচ্ছি , মনোযোগ দিয়ে দেখুন  তাহলে আপনারা সব গুলো পারবেন।

১। ইন্সটল করার পরে , যখন আপনি অ্যাপ গুলো ওপেন করবেন তখন ডাটা কানেকশন দিবেন যাতে সব সার্ভার গুলো লোড হয়। এটা শুধু প্রথম অবস্থায় লাগবে । পরে আর প্রয়োজন হবে না ।

২। সব কিছু টিক থাকলে আপনি এমন interface দেখতে পারবেন ।

৩। তারপর নিচে দেখানো দুই সার্ভার এর মধ্যে একটি ক্লিক করুন। আর যারা Youtube MB  Use করবেন তারা Youtube pack  সার্ভারটি ক্লিক করুন।

৪। তারপর Start Button এর উপরে ক্লিক করুন Connect হয়ে যাবে কিছু সেকেন্ডের মধ্যে।

(কারো Connect করতে সমস্যা হয় , তাহলে সিম বন্ধ করে চালু করুন ১০০% চলবে )

সত্যি কথা বলতে এই অ্যাপস গুলো কেউ না কেউ তৈরি করেছে এবং তারা নিজেরা সার্ভার গুলো বানিয়েছে । এসব সার্ভারের speed কম হয় । আবার এতো কম না যা চালাতে পারবেন না ।  আপনারা যদি চান কীভাবে HTTP Custom app এর ম্যাধমে নিজে Config file বানিয়ে HIGH speed নিয়ে Bioscope অথবা Youtube MB গুলো ব্যবহার করবেন তাহলে comment বক্স এ জানিয়ে দিবেন।

ধন্যবাদ সবাইকে ।

 



IT Amadersomaj