Motivational Speech ।। প্রেরণা জাগানো কথা (লোভে পাপ। পাপে মৃত্যু )

লেখক: Amadersomaj
প্রকাশ: ১ বছর আগে


লোভে পাপ পাপে মৃত্যু।

কথাটি আমরা আজন্ম কাল থেকেই শুনে আসছি। কিন্তু এই কথাটার যে মর্ম সেটা কি আমরা সবাই বুঝি?
এখানে পাপ বলতে আসলে ধ্বংসকে বোঝানো হয়েছে, কেননা মানুষ যখন একবার লোভ করতে শুরু করে। তখন তার সেই লোভ যেন শেষ হতেই চায় না। তখন মানুষের লোভের কারণে খারাপ কাজ গুলো বাড়তে থাকে। এবং এভাবে খারাপ কাজ গুলো বাড়তে বাড়তে একসময় তার ধ্বংস অনিবার্য হয়ে যায়। আমরা যদি লোভকে সংবরণ করতে পারি। তাহলে আমাদের জীবন নিঃসন্দেহে একটি সাধারণ সুখী জীবন হতে পারে। যেটা আসলে একজন সুখী মানুষের বা সৎ মানুষের কাম্য। তাই বলা হয়ে থাকে যে লোভের আসলে কোন শেষ নেই। যে মানুষটি একবার লোভে পা দেবে। তাকে তখন ধ্বংস হতে হয়। এজন্যই বলা হয় লোভে পাপ পাপে মৃত্যু।

এই মোটিভেশান পোস্টটি ভিডিও আকারে নিচের লিংক থেকে দেখে নিতে পারেন। এছাড়াও আরও মোটিভেশনাল ভিডিও পেতে আমার চ্যানেল অনুসরণ করতে পারেন। সবাইকে অনেক অনেক শুভকামনা। সবার জীবনে সব সময় যেন ভালো কিছু হয়।

যেকোনো প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করতে,
ফেসবুকে আমি



IT Amadersomaj