[ad_1]
রেমিনি হলো এমন একটি অ্যাপ বা ওয়েবসাইট যেটা ব্যবহার করে আপনি যেকোনো ছবি এনহ্যান্স করতে পারবেন। এছাড়া আপনি এটা দিয়ে এআই ফটো জেনারেট করা থেকে শুরু করে যেকোনো ছবিতে এআই ফিলটারও এপ্লাই করতে পারবেন।
আসলে ব্যাপারটা হাস্যকর মনে হলেও সত্য। লাইফটাইম তো কোনো প্যাকেজ নেই বাট আপনি চাইলে বারবার এভাবে প্রিমিয়াম একটিভ করে চালাতে পারবেন। সো এইজন্য আপাতত আমরা এটাকে লাইফটাইমই বলছি তবে বলা যায় না কখন কি হয়, কোনো আপডেট আসলে হয়তো এই ম্যাথড টা কাজ নাও করতে পারে।
সবাই চাইলেও রেমিনি প্রিমিয়াম এই ম্যাথড ইউজ করে নিতে পারবেন না। যদি নিতে চান তাহলে অবশ্যই আপনার মোবাইলটি রুট করা থাকতে হবে। এখন অনেকেরই হয়তো রুটের ব্যাপারে জানা নাই বা ফোন রুট করা নাই! কিন্তু যদি আপনি আপনার এন্ড্রয়েড ইউজার এক্সপেরিয়েন্সকে নেক্সট লেভেলে নিয়ে যেতে চান তাহলে রুট থাকাটা জরুরি। আর রুট কিভাবে করতে হয় বা রুট জিনিসটা কি তা জানতে আপনি ইউটিউবে সার্চ করুন, বিস্তারিত পেয়ে যাবেন। আমি এটা নিয়ে বলতে গেলে পোস্ট টা অনেক লং হয়ে যাবে।
না, আমি টেস্ট করে যেটা দেখলাম যে সবকিছু ঠিকঠাক কাজ করলেও এআই ফিল্টার টা কাজ করছে না, সেখানে গেলে প্রিমিয়াম আনলক করতে বলছে আর আনলক করার ট্রাই করলেও আনলক হচ্ছে না। এই একটা জিনিস বাদে মোটামুটি সবকিছুই পারফেক্টলি কাজ করতেছিলো।
রেমিনি প্রো এক বছরের সাবস্ক্রিপশন কিভাবে নিবেন সেটা নিয়ে আমার অলরেডি একটা পোস্ট করা আছে, চাইলে সেটা দেখে আসতে পারেন। সেটা ছিলো রেমিনির ওয়েব ভার্সন। আচ্ছা তো চলুন এখন দেখে নেয়া যাক কিভাবে আমরা এই রেমিনি প্রো ফ্রীতে নিতে পারি।
অনেকেই হয়তো Lucky Patcher এর নাম শুনেছেন? আজকে আমরা মূলত এই লাকি প্যাচার দিয়েই কাজটা করবো। এর জন্য আমাদের আগে লাকি প্যাচার ডাউনলোড করতে হবে। উপরে লাকি প্যাচার নামের উপর ক্লিক করলে আপনাকে লাকি প্যাচারের অফিসিয়াল সাইটে নিয়ে যাবে, সেখান থেকে ডাউনলোড করে ইন্সটল করে নিন।
এখন আপনি Kernel SU অথবা Magisk যেটাই ইউজ করেন না কেন, সেখান থেকে লাকি প্যাচারকে রুট পারমিশন দিয়ে দিন।
এখন প্লে স্টোর থেকে Remini অ্যাপটাও ডাউনলোড করে নিন। ডাউনলোড করা হয়ে গেলে প্রথমেই রেমিনি অ্যাপে গিয়ে টিউটোরিয়াল গুলো স্কিপ করে রেমিনি অ্যাপের মেইন পেইজে যান। মেইন ইন্টারফেসে না গিয়ে প্যাচ অ্যাপ্লাই করলে কাজ করবে না। এখন রিসেন্ট অ্যাপ থেকে রেমিনি কেটে দিয়ে লাকি প্যাচার ওপেন করুন।
এখন Remini অ্যাপের উপর চাপ দিয়ে ধরে রাখুন, তাহলে দেখবেন বেশ কিছু জিনিস আপনার সামনে চলে এসেছে ঠিক নিচের এই স্ক্রিনশটের মতো করে।
এখন এখান থেকে Support patch for InApp and LVL emulation সিলেক্ট করুন। সিলেক্ট করলে ডিফল্ট হিসেবে যা থাকবে তা রেখেই Apply করে দিন।
এখন এটা প্যাচ হচ্ছে, প্যাচিং কমপ্লিট হতে কিছুক্ষণ সময় লাগবে। এটা আপনার ডিভাইসের উপর ডিপেন্ড করবে যে কতক্ষণ সময় লাগবে। প্যাচ কমপ্লিট হলে ঠিক এইরকম একটা পপআপ দেখতে পাবেন।
আচ্ছা আমরা প্রো প্লান একটিভ করার আগে প্রমানসরূপ দেখে নেই আমাদের রেমিনি অ্যাপে বর্তমানে কেনো প্রো প্লান নেয়া আছে কি না।
দেখতেই পাচ্ছেন কোনো প্রো প্লান একটিভ নেই। এখন Remini অ্যাপটি ওপেন করুন। তারপর উপরে ডান পাশের Pro লেখা আইকনে একটা ক্লিক করুন। ক্লিক করলে আপনাকে এই পেইজে নিয়ে আসবে। নিচের স্ক্রিনশট দেখুন।
এখন Pro প্লানের ব্যানারের মধ্যে Weekly তে ক্লিক করে ওটাকে Yearly করে দিন। তারপর নিচের Continue বাটনে একটা ক্লিক করুন।
Continue তে ক্লিক করলে এরকম একটা পপআপ শো করবে।
এখন এখান থেকে দুটোতেই টিক মার্ক করে দিয়ে Yes বাটনে একটা ক্লিক করুন। ক্লিক করলেই দেখবেন কিছুক্ষণ লোডিং হয়ে এরকম একটি লেখা দেখাচ্ছে। এটা মূুলত একটা এরর।
তবে ভয় পাওয়ার কারন নেই। এটা শো করলেও আপনার প্রো প্লান কিন্ত একটিভেট হয়ে গিয়েছে। একটিভ হয়েছে কি না তার প্রমান হিসেবে আমি নিচে কিছু স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, দেখে নিন।
দেখতেই পারতেছেন যে আগে কিন্তু সবগুলোর উপর প্রো লেখা ছিলো বাট আমরা যখনি পারচেজ করেছি এরপর থেকে আর সেই প্রো লেখা নেই আর Watch Ads বাটনটাও কিন্তু চলে গেছে। দ্যাট মিনস আমাদের রেমিনি প্রো সাকসেসফুলি একটিভেট হয়ে গিয়েছে।
পোস্ট দেখে বুঝতে সমস্যা হলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন, সেখানে কালকে লাইভ প্রমানসহ টিউটোরিয়াল আসবে।
ভুলত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর হ্যা, অনেক কষ্ট করে পোস্টটা লেখা সো প্রশংসা না করেন সমস্যা নাই বাট বাজে কমেন্ট করবেন না প্লিজ। আর কোনো সমস্যা হলে আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাপোর্ট গ্রুপে জানাবেন, ধন্যবাদ।
[ad_2]