Spotify এর সেরা Mod + সেরা Alternative (All Premium Features Unlocked!)

লেখক: Amadersomaj
প্রকাশ: ১২ মাস আগে


Hello World!

কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আপনাদের মাঝে হাজির হলাম Spotify এর একটি Mod App নিয়ে যাতে নেই কোনো Ads এবং সকল Premium Features Unlocked!

তাহলে চলুন আর দেরি না করে শুরু করে দেওয়া যাক আমাদের আজকের টপিক।

এর জন্যে আমাদের যা যা লাগবে :

(১) একটি Android Device

(২) দুইটি App

👉1. Spotify Mod (xmanager) : App Link

👉2. ViMusic : App Link

এবার কি কেন কিভাবে সবই বলে বুঝিয়ে দিচ্ছি। মনযোগ দিয়ে পড়ুন।
সবার আগে আসি Spotify এর Original App টির Mod Version এ।

👉 এর জন্যে আপনাদের Xmanager Download করতে হবে (উপরের লিংক থেকে)।

👉 এরপর Xmanager এ ঢুকে Latest Version টা Download করে নিবেন তাহলেই হবে। ঘাবড়াবেন না। এটা অনেকটা Vanced Manager এর মতোই।

Download শেষে Open করুন।
Download করতে সমস্যা হলে মানে Download আটকে থাকলেও ঘাবড়াবেন না। Download button এর পাশেই পেয়ে যাবেন Mirror Link এর Button। সাথে পাবেন আরো mod + older version এর লিংকগুলো।

তো এই App টিতে কি কি আছে?

👉 এটা যেহেতু Spotify এরই Mod তাই এখানে Spotify এর সব features ই পেয়ে যাবেন। interface ও same। আপনার id দিয়ে log in করে নিবেন।

👉 Data saving এর Option রয়েছে।

👉 Crossfade এবং gapless playback এর Option রয়েছে।

👉 Automix, Explicit Content, Unplayable Songs, normalize volume, mono audio এর Option রয়েছে।

👉 autoplay similar content, canvas, Spotify connect in background, followers & followng সহ ইত্যাদি বাকীসব features এর Option ই রয়েছে।

👉 রয়েছে High Quality তে Streaming করার Option যা আপনি Mobile Data User হলে পাল্টাতে পারবেন।

👉 আপনার ফোনে ডাউনলোড করা সকল Audio Files শোনার Option রয়েছে।

এছাড়াও বাকী যা যা থাকার সবই আছে unlimited পেয়ে যাবেন।


এবার আসি ২য় এপটির কথায় যার নাম ViMusic.

👉এই App টিও অনেকটা Spotify এর মতোই। এখানেও দুনিয়ার সকল Music ই পেয়ে যাবেন (YouTube, Spotify ইত্যাদির মতো)

👉কিন্তু এর Simple, Clean, Minimalistic Ui আপনাকে আকর্ষিত করতে বাধ্য।

👉 যারা Android এর Material U পছন্দ করেন তারা এই App টির প্রেমে পড়ে যাবেন। কেননা এই App টিকে Fully Customize করার Option রয়েছে Latest Android এর মতো।

👉 শুধু Theme ই না, রয়েছে Font ও Customise করতে পারবেন।

👉 এছাড়াও এর Clean Look আপনাকে আলাদা এক শান্তি দিবে। যাদের ফোনে Spotify একটু Buggy মনে হয় বা Spotify এর Alternative হিসেবে কোনো App খুজে থাকলে এটাকে ব্যবহার করে দেখতে পারেন।

আশা করছি ভালো লাগবে। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরের কোনো পোস্টে।

আর হ্যাঁ, কোথাও শেয়ার করার আগে আমাকে জানাবেন নয়তোবা At least Credit দিবেন – 4HS4N এর।
আমার Permission ছাড়া কোথাও পোস্ট করলে তার বিরুদ্ধে একশন নিতে বাধ্য থাকবো।

আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।
দেখা হবে নতুন কোনো ট্রিক শেয়ারের সময়।
Stay With TrickBD
THIS IS 4HS4N
LOGGING OUT….



IT Amadersomaj