[ad_1]
#পোস্ট ২০
আসসালামু আলাইকুম, সবাইকে। আজ আপনাদেরকে দেখাব কীভাবে টেলিগ্রামের রেস্ট্রিক্টড গ্রুপ/চ্যানেল থেকে কন্টেন্টগুলো ডাউনলোড করবেন। এটি ফোন দিয়ে সহজেই করা যায় সেটি সম্পর্কে গুগল/ইউটিউবে অসংখ্য টিউটোরিয়াল পেয়ে যাবেন তবে আমি দেখাব পিসিতে কীভাবে করবেন। এটি নিয়ে সচারচর তেমন কেউ কথা বলে না সেজন্য আমি হাজির হয়ে গেলাম।
আর বেশি দেরি না করে চলুন আসল কাজ শুরু করে দেই।
এখানে আপনি আপনার পছন্দের যেকোনো ব্রাউজার ব্যবহার করতে পারেন। আমি মাইক্রোসফট এজ ব্যবহার করছি আপনারা চাইলে অন্য ব্রাউজার ব্যবহার করতে পারেন। তবে প্রসেস একই।
শুরুতেই টেলিগ্রাম ওয়েবে একাউন্টটি লগিন করে নিন।
এরপরে এই এক্সটেনশনটি ডাউনলোড করুন। (আমার ডাউনলোড করা আছে সেজন্য remove দেখাচ্ছে। আপনাদের Get/Add দেখাবে।)
[embed]https://www.youtube.com/watch?v=QQavxQ_Cv_I[/embed]
যদি পিন করা না থাকে তবে পিন করে নিন।
নতুন স্ক্রিপ্ট যুক্ত করার জন্য এখানে ক্লিক করুন।
সার্চ দিন Telegram Media Downloader এটা লিখে এবং প্রথমটাই সিলেক্ট করুন।
ইন্সটল করে নিন। (আমার আগে থেকে ইন্সটলড থাকায় রি-ইন্সটল লেখা দেখাচ্ছে। আপনাদের ইন্সটল লেখা দেখাবে।)
এখন টেলিগ্রাম ওয়েবটি রিফ্রেশ দিয়ে উক্ত চ্যানেল/গ্রুপের কন্টেন্ট প্লে করলেই দেখবেন নিচে ডাউনলোড আইকন চলে এসেছে।
ডাউনলোডিং প্রসেস দেখাবে না, একবারে ডাউনলোড হওয়ার পরেই দেখাবে তাই একবার ক্লিক করে অপেক্ষা করুন। বেশি বড় ফাইল হতে ডাউনলোড হতে বেশি সময় লাগবে সেজন্য ধৈর্য ধারণ করুন।
নোটঃ এভাবেই যেকোনো রেস্ট্রিকটেড কন্টেন্ট ডাউনলোড করতে পারবেন। তবে আমার বিনীত অনুরোধ থাকবে অসৎ উদ্দেশ্যে ব্যবহার করবেন না।
কোথাও বুঝতে সমস্যা হলে নিচের ভিডিওটি দেখতে পারেন আমি সেখানে বিস্তারিত দেখিয়েছি।
[embed]https://www.youtube.com/watch?v=72GUBjav5_w[/embed]
আমাকে সাপোর্ট করতে চাইলে আমার ব্লগ থেকে পোস্টটি পড়তে পারেন। 👉আমার ব্লগ সাইট👈
[ad_2]
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শেখ কামালউদ্দিন স্মরণ
নির্বাহী সম্পাদক : মোহাম্মদ শেখ শাহিনুর রহমান
সোহরাওয়ার্দী এভিনিউ বারিধারা ঢাকা 1212
অফিসঃ 09638152617 │বিজ্ঞাপনঃ 01701884405│বিজ্ঞাপনঃ 01701884405
ইমেইল : info@amadersomaj.com│ওয়েবসাইট : amadersomaj.com
স্বত্ব ©২০২৪ আমাদের সমাজ