[ad_1]
আসসালামু আলাইকুম
কেমন আছেন সবাই। আশা করছি সবাই ভালো আছেন।
আজকে শেয়ার করো Toffee playlist, এর ফিচার গুলো হলোঃ
১. Token update (লিংক অফ হবে না)
২. সকল প্রিমিয়াম চ্যানেল ফ্রি,
৩. কোনো প্রকার লগিন বা রেজিষ্ট্রেশন করার প্রয়োজন নেই।
৪. ১০০+ চ্যানেল, সাথে স্টার চ্যানেল আছে।
৫. লাইভ sports দেখা যাবে ফ্রিতে।
৬. Auto Quality.
১. প্রথমে এখান থেকে NS প্লেয়ার installed করে নিন।
২. এবার ভিতরে প্রবেশ করে 1st দেখানো অপশনে ক্লিক করে 2nd Option এ ক্লিক করুন। তারপর select url ক্লিক করুন।
৩. এবার প্রথম বক্স প্লেলিস্ট এর নাম দিন “toffee” তারপর https://tv.durbinlive.com/api/toffee/playlist.php
লিংক টি বসিয়ে “Create” এ ক্লিক করুন
৪. এবার প্লেলিস্ট এর উপর ক্লিক করলে সমস্ত চ্যানেল লোড হবে।
লোড হোওয়ার পরঃ
৫. চ্যানেল এ ক্লিক করে উপভোগ করুন আপনার পছন্দের চ্যানেল।
কিছু স্কিনশটঃ
কোয়ালিটি চেঞ্জঃ
চ্যানেল প্লে হলে নিচে দেখানো একটি অপশন পাবেন। সেখানে ক্লিক করুন।
তারপর পছন্দের কোয়ালিটি সিলেক্ট করতে পারবেন
সৌজন্যেঃ Telegram: DurbinLIVE
Website: DurbinLIVE
কোন সমস্যা পোস্টে হলে গ্রুপে জয়েন করুন।
-ধন্যবাদ
[ad_2]