Walton Olvio mm19j জাভা(JAVA) সাপোর্টেড বাটন মোবাইল। ডিটেইলস দেখে নিন!

লেখক: Amadersomaj
প্রকাশ: ১ বছর আগে


এন্ড্রয়েড স্মার্টফোনের যুগে এসেও বাটন মোবাইলের গুরুত্ব কমে যায়নি। দৈনন্দিন ব্যবহারের ক্ষেত্রে বাটন ফোনের তুলনা নেই। সাধারন এই বাটন ফোনটি যদি জাভা (JAVA) সাপোর্টেড হয় তাহলে তো আর কথাই নেই। জাভা নাম শুনলেই হঠাৎ করে ছোটবেলার কথা মনে পড়ে যায়। কতই না সুন্দর ছিলো সেই দিনগুলো। জাভা ফোনের গেমস গুলো অনেক মিস করি এখন। ইন্টারনেট ব্রাউজিং করে আরো ভালো লাগতো, যারা সারাক্ষণ ব্রাউজিং করে বেড়াতেন তারা নিশ্বয়ই জানেন কত মজা লাগতো তখন।

২০১৬ এর পর থেকে জাভা বাটন ফোনের জায়গা ধীরে ধীরে দখল করতে থাকলো এন্ড্রয়েড স্মার্টফোন। হারিয়ে গেলো সব স্মৃতি, বন্ধ হয়ে গেলো জাভা বাটন ফোন। কারণ এন্ড্রয়েড স্মার্টফোনই মার্কেট দখল করে বসে আছে। আমাদের ছেলেবেলার স্মৃতিকে আমাদের কাছে ফিরিয়ে দিতে কাজ করে যাচ্ছে কয়েকটি মোবাইল কোম্পানী। তারা জাভা সাপোর্ট করে এমন কিছু বাটন ফোন তৈরী করে চলেছে। তবুও একটি জায়গা ফাঁকা থেকেই যায়, সেটা হচ্ছে NOKIA, সময়ের বিবর্তনে নোকিয়া কোম্পানি এখন হারিয়ে গেছে। আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারেনি নোকিয়া৷ আজ অনেক মিস করি!
চলুন দেখে নিই কি কি ফিচারস রয়েছে এই মোবাইলে!

Walton olvio mm19j

Sim & network : dual sim supported (2G +2G) dual standby, (900/1800 Mhz Band network)
Memory : Ram 32 Mb & Rom 32 mb, External memory supported up to 32 gb.

Display : 2.4 inch Qvga display, Resolution is 240×320 pixels
Camera : Rear Camera (yes, with 0.3 Mp with flash light)
Front Camera (yes, with 0.3 Mp with flash light)


Multimedia : 3Gp, Mp3, Mp4 supported
Video recorder, Sound recorder
Fm Radio(wireless) with recording
Battery : Li-ion 1500-Mah
Service & Features : Java_(yes), blacklist,whitelist,torch light, Bluetooth, notification light, Internet browser, Opera mini, Facebook etc.

আপনার শৈশব’কে আবারো জাগিয়ে তুলতে জাভা (Java) আপনাকে স্বাগতম জানিয়েছে, এবার আপনার পালা।
Mm19j -তে ১৫০০ এর একটি বড় ব্যাটারী পাবেন, মোটামুটি সাইজের একটি ডিসপ্লে পাবেন, লাইট সহ সেলফি ক্যামেরাও পাবেন, জাভার গেমস ইনস্টল করে খেলতে পারবেন যত ইচ্ছে তত। ব্রাউজিংয়ের মাত্রা ছাড়িয়ে যাওয়ার জন্য Opera Mini তো থাকছেই, Facebook অ্যাপস কোনো কাজের না। অভারঅল সব দিক ভালো আছে, একস্ট্রা সেলফি ক্যামেরাও আছে। যে কারো প্রথম দেখায় ফোনটা পছন্দ হয়ে যেতে বাধ্য।

মূল্যঃ ১৩০০-১৫০০ টাকা

(এলাকা ভিত্তিক কম বেশি হয়ে থাকে)

সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আপনার মূল্যবান মতামত দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ…..√



IT Amadersomaj