অতীত

লেখক: Amadersomaj
প্রকাশ: ২ years ago

আমাদের অতীত যখন ঘন কুয়াশার মত লেপ্টে থাকে তখন ভবিষ্যৎ আমরা দেখতে পাই না । তবে মেয়ে মানুষের অতীত মানেই নিজস্ব বোধের শিক্ষা । ভুল মানুষ , ভুল সঙ্গ , ভুল সময়ের ব্যবহারে মানুষ যা শিখে তা কোন বই পড়ে শিখতে পারে না । সবচেয়ে বড় কথা , আমার জীবন থেকে আমি শিখতে পেরেছি , আমাদের জীবনের অধিকাংশ সময়টা আমরা পরের জন্য বাঁচি, আর বাকী সময়টুকু আমাদের রিয়েলিটি লুকাতে লুকাতে পালিয়ে বেড়াই ।

~মাসুমা ইসলাম নদী

IT Amadersomaj