অস্ত্র মামলায় বেজপাড়ার চার যুবকের বিরুদ্ধে চার্জশিট

লেখক: Amadersomaj
প্রকাশ: ১ বছর আগে


যশোর অফিস॥ যশোরে অস্ত্র মামলায় বেজপাড়া আনসার ক্যাম্প এলাকায় চার যুবকের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দিয়েছে পুলিশ। তারা হলেন শহরের বেজপাড়া আনসার ক্যাম্প এলাকার ইমান আলীর ছেলে সাইফুল ইসলাম সবুজ , একই এলাকার শহিদুল ইসলামের ছেলে শরিফ ওরফে ব্লাক শরিফ, মামুনের ছেলে শান্ত ও ফারুক শেখের ছেলে রানা।

পুলিশের দাবি তারা এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তারা নানা ধরণের সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত। তাদের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ ।

মামলা সূত্রে যানা যায়, গত ৬ জুন কোতোয়ালি থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কয়েকজন সন্ত্রাসী বেজপাড়ায় অস্ত্র নিয়ে বড় ধরনের অপরাধমূলক কর্মকান্ড ঘটানোর প্রস্তুতি নিচ্ছে। এসময় পুলিশ বেজপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি, একটি ম্যাগজিন ও ১৬০ পিস ইয়াবাসহ ওই চারজনকে আটক করে।

এ ঘটনায় এসআই জয়ন্ত সরকার কোতোয়ালি থানায় মাদক ও অস্ত্র আইনে পৃথক দুইটি মামলা করেন। অস্ত্র মামলাটি তদন্ত করে এসআই মিহির মন্ডল আদালতে এ চার্জশিট জমা দেন।



Source link

IT Amadersomaj