আত্রাইয়ে ঐতিহ্যবাহী গ্রামবাংলার লাঠি খেলা অনুষ্ঠিত

লেখক: Amadersomaj
প্রকাশ: ৯ মাস আগে


কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধি:  মাদক ও ইন্টানেট থেকে যুব সমাজকে ফিরিয়ে আনতে নওগাঁর আত্রাইয়ে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ ডিসেম্বর) বিকালে নওগাঁর আত্রাই উপজেলার মনিয়ারী ইউনিয়নের মাড়িয়া গ্রামে প্রতি বছরের ন্যায় এ খেলা অনুষ্ঠিত হয়। গ্রাম বাংলার মানুষকে আনন্দ দিতে ও দর্শনার্থীদের আকৃষ্ট করতে এ লাঠি খেলা ও মেলার আয়োজন করে পূণিমা পল্লী উন্নয়ন সংস্থা ও স্থানীয় গ্রামবাসী।

অনুষ্ঠানে সভাপত্বি করেন আত্রাই উপজেজলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তি যোদ্ধা আলহাজ্ব মোঃ এবাদুর রহমান প্রামানিক।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ও খেলার উদ্বোধন করেন দ্বাদস জাতীয় সংসদ নির্বাচনে প্রধান মন্ত্রী শেখ হাসিনার আস্থা ভাজন ও আওমী লীগের দলীয় মনোনিত প্রাথী নৌকা প্রতিকের আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন হেলাল।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শ্রী নৃপেন্দ্র নাথ দত্ত দুলাল, মনিয়ারী ইউপি চেয়ারম্যান মোঃ সম্রাট হোসেন, পূর্ণিমা পল্লী উন্নয়ন সংস্থার পরিচালক এস এম হাসান সেন্টু, ভোঁপাড়া ইউপি চেয়ারম্যান নাজিম মন্ডল, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, নওগাঁ জেলা পরিষদের সদস্য ফেরদৌসি চৌধুরী ডেজি, বিশিষ্ট সাংবাদিক কামাল উদ্দিন টগর।

বাদ্যের তালে তালে নেচে নেচে লাঠি খেলে অঙ্গভঙ্গি প্রর্দশন করে লাঠিয়ালরা।খেলোয়াড়রা একে অপরের সঙ্গে লাঠি যুদ্ধে লিপ্ত হয়। লাঠি দিয়ে অন্য সঙ্গীর আক্রমণ ঠেকাতে থাকেন। লাঠি খেলার মূল আকষণ ছিল ক্ষুদে লাঠিয়ালরা। হাততালি দিয়ে খেলোয়াড়দের উৎসাহ দিতে দেখা যায় তাদের।

লাঠিয়াল অধিনায়ক আবু সাঈদ সরদার রাজশাহী জেলার বাগমারা উপজেলার হাটগাঙ্গ পাড়ার খেলোয়াড় সাংবাদিকদের বলেন, বিভিন্ন অনুষ্ঠানে দর্শনার্থীদের বাড়তি আনন্দ ও বিনোদন জোগাতে আমরা লাঠি খেলা দেখাই। তাদের আনন্দে আমরাও আনন্দিতহই। এ খেলায় আমাদের পূর্ব-পুরুষের। আমাদের সন্তানদের এ খেলা শিখিয়েছি। তবে সরকারি পৃষ্ঠ-পোষকতা পেলে প্রামীণ ঐতিহ্যবাহী এ খেলাটি টিকে থাকবে। খেলাটি উপভোগ করতে কয়েক হাজার নারী-পুরুষ উপস্থিত হন।

IT Amadersomaj