আমতলীতে দেশীয় অস্ত্র সহ দুই ডাকাত গ্রেফতার 

লেখক: Amadersomaj
প্রকাশ: ১০ মাস আগে


সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা) : বরগুনার আমতলীতে দেশীয় অস্ত্র ও ডাকাতিতে ব্যবহৃত গাড়িসহ ডাকাত দলের দুই সদস্যকে আজ দুপুরে গ্রেফতার করেছে আমতলী থানা পুলিশ।

আমতলী থানা পুলিশ সূত্র থেকে জানা যায়,রবিবার রাত ১টার সময়ে পার্শ্ববর্তী উপজেলা কলাপাড়ার বাবলাতলা বাজারের মাছের আড়ৎ থেকে ৯টি ককসেট ভর্তি বিভিন্ন প্রজাতির প্রায় ৫০০কেজি মাছ (যার আনুমানিক বাজার মুল্য দুই লক্ষ টাকার) একটি পিকআপ ভ্যানে নিয়া বরিশালে যাওয়ার পথে আমতলী উপজেলার কুয়াকাটা-ঢাকাগামী মহাসড়কের মহিষকাটায় পৌঁছাইলে ৪ অজ্ঞাতনামা ব্যাক্তি পিক আপের ড্রাইভার নাসির হেলপার রনিকে হাত পা বাধিঁয়া মারধর করে সাথে থাকা নগদ টাকা ও ফোন নিয়ে যায় ডাকাত দলের সদস্যরা।

এ ঘটনায় গাড়ীর ড্রাইভার নাসির বাদী হয়ে সোমবার আমতলী থানায় অজ্ঞাত নামা ৪ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন।

পরবর্তীতে আমতলী থানা পুলিশ তথ্য প্রযুক্তির মাধ্যমে আজ সোমবার আনতলী থানার একাধিক টিম যৌথ অভিযান চালিয়ে উপজেলার চাওড়া ইউনিয়নের তালুকদার বাজার এলাকা থেকে ডাকাতির সরঞ্জামসহ ডাকাত দলের সদস্য ওলি উল্লাহ এবং বাপ্পীকে দেশীয় অস্ত্র ও গাড়িসহ গ্রেফতার করে।

আজ মঙ্গলবার দুপুরে আমতলী থানায় অনুষ্ঠিত প্রেস ব্রিফিং এ তথ্য জানান,আমতলী-তালতলী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার এ,কে, এম রুহুল আমিন।এ সময় উপস্থিত ছিলেন আমতলী থানার অফিসার ইনচার্জ কাজী সাখোয়াত হোসেন তপু।

IT Amadersomaj