ঈদগাঁও রশিদ আহমদ কলেজে শিক্ষক লাঞ্ছিত 

লেখক: Amadersomaj
প্রকাশ: ১ বছর আগে


স্টাফ রিপোর্টার, ঈদগাঁও: কক্সবাজারের নবসৃষ্ট উপজেলার ঈদগাঁও রশিদ আহমদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের হাতে এক শিক্ষক লাঞ্চিত হন।

মঙ্গলবার বিকেলে অধ্যক্ষের কক্ষে এমনি ঘটনা ঘটে। এ সময় কলেজ জাতীয়করণসহ অগ্রগতি বিষয়ক বৈঠক চলছিল।

সাইফুল ইসলাম উক্ত কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক এবং মেহেরঘোনা এলাকার বশির আহমেদের ছেলে।

আহত শিক্ষক বলেন, কলেজের জাতীয়করণের অগ্রগতির পর্যালোচনা বিষয়ে জরুরি বৈঠক ডাকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ জসীম উদ্দীন।ঐ বৈঠকে সভাপতি আবু তালেব, সদস্য আব্দুর রাজ্জাক মেম্বার, ঈদগাঁও কেজির প্রধান শিক্ষক শহিদুল হকসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

সরকারের নীতিমালাও নির্দেশনা থাকলেও দীর্ঘ দিন ধরে কলেজ কেন জাতীয়করণ হচ্ছেনা, প্রশ্ন তুলেন। বিভিন্ন অব্যবস্থাপনা বিষয়ে বক্তব্য রাখে এতে ক্ষিপ্ত হয়ে উপস্থিত সবার সামনে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ জসীম উদ্দীন চেয়ার থেকে তেড়ে গিয়ে সাইফুল ইসলামকে চড় মারে। দৃশ্য দেখে শিক্ষকরা কিংকর্তব্যবিমূঢ় হয়ে থাকেন।

ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ জসীম উদ্দীনের সাথে যোগাযোগ সম্ভব হয়নি।

সাইফুল ইসলামকে কোন ধরণের মারধর কিংবা লাঞ্ছিত করা হয়নি দাবি গভর্নিং বডির সভাপতি আবু তালেবের। তবে, বৈঠকে কিছু এলোমেলো কথা বলায় অধ্যক্ষ রাগের মুখে মৃদু চড় মারেন বলে জানান।

অপরদিকে অভিভাবক সদস্য শহিদুল হক জানান,কলেজ শিক্ষক সাইফুল ইসলামকে কথা না বলার জন্য বারবার বলা হলেও কথা বন্ধ না করায় ক্ষিপ্ত হয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হালকা ভাবে চড় মারার কথা জানিয়েছেন।

IT Amadersomaj