ঈদগাঁওতে ৫০তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা 

লেখক: Amadersomaj
প্রকাশ: ১ বছর আগে


এম আবু হেনা সাগর, ঈদগাঁও: কক্সবাজারের ঈদগাঁওতে ৫০তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

ঈদগাঁও উপজেলা শারীরিক শিক্ষাবিদ (ক্রীড়া শিক্ষক) সমিতি কক্সবাজার সদর উপজেলা উত্তর পর্যায়ের এই প্রতিযোগিতার আয়োজন করে।

সদর উপজেলার উত্তর জোনের মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার প্রধান শিক্ষক/ সুপারদের সহায়তায় দুইটি ভেন্যুতে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। রবিবার ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে ছাত্রদের নির্ধারিত ইভেন্ট।

শনিবার ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ছাত্রীদের ইভেন্ট শেষ হয়েছে। দুইদিন ব্যাপী প্রতিযোগিতায় পাঁচটি ইভেন্টে বালক ও বালিকা পৃথকভাবে অংশ নিয়েছে।

ইভেন্টগুলোর মধ্যে রয়েছে ফুটবল, হ্যান্ডবল, কাবাডি, দাবা ও সাঁতার। বালক বিভাগের ফুটবল খেলায় ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় জয়লাভ করে। ১-০ গোলে ইছাখালী ইসলামিয়া দাখিল মাদ্রাসাকে পরাজিত করে।

প্রতিযোগিতায় স্বাগতিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশীদুল জন্নাত, ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন প্রধান শিক্ষক শহিদুল হক,পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিউল আলম,ভারুয়াখালী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক নুরুল আমিন, চৌফলদন্ডী নতুন মহাল রহমানিয়া দাখিল মাদ্রাসার সুপার মিজানুর রহমান,সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের শরীর চর্চা শিক্ষক,শিক্ষার্থী ও প্রতিযোগিরা অংশ নেন।

১২ সেপ্টেম্বর উপজেলা পর্যায়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

IT Amadersomaj