একটা নির্দিষ্ট বয়সের পর মানুষ যখন ম্যাচিউর হয়ে যায়

লেখক: Amadersomaj
প্রকাশ: ২ years ago

একটা নির্দিষ্ট বয়সের পর মানুষ যখন ম্যাচিউর হয়ে যায় তখন কেহ প্রেমে পরার জন্য সুন্দর মুখ , উচ্ছ্বল মানুষ , কিংবা হ্যান্ডসাম দেহাবয় খুঁজে না । খুঁজে যে মানুষটি তার আশেপাশে থাকলে শান্তি দিতে পারবে এমন একজন কে ।যার উপস্হিতিতে এক ঝটকায় জীবনের সমস্ত পেইন ভুলা যায় এমন একজনকে ।

একটা ম্যাচিউর মানুষগুলো এমন একটা সংঙ্গী খুঁজে যার সাথে কথা বললে মনে হবে নিজের সাথে কথা বলছে , তার বুকে মাথা রাখলে মনে হবে জীবনের সবচেয়ে বড় অর্জন ,আপনাকে বুঝতে পারার মত কাউকে পেয়েছেন ।

এই ভালোবাসা গুলো মানসিক শান্তির কারন হয় , এখানে দেহজ প্রেম থাকেনা । কিন্তু মনের প্রেম হয় অফুরন্ত । আমরা মানুষগুলো সারাজীবন পার করে দেই কখন ও টাকার মোহে কখনও ক্ষমতার মোহে কিংবা বাজে কোন অভ্যাসের মোহে । একটা বয়স পার হলে বুঝতে পারি আমাদের চারপাশে এত লোক কিন্তু আমাদের বুঝার মত একটা লোকও নেই । এই সময়টাতে আমরা চাই শুধুই মানসিক শান্তি ।

আপনি যখন বুঝতে পারবেন কারো মাঝে আপনি আপনাকে খুঁজে পান কোন চাওয়া কিংবা পাওয়া ছাড়া , আমার কাছে মনে হয় এটাই ভালোবাসা । আর এই ভালোবাসাটা মৃত্যুর আগ পযন্ত ধরে রাখা শিখতে হয় । এটা ম্যাচিউর এমন একটা প্রেম যার কাছ থেকে জীবন ফুরাবার একদিন আগ পযর্ন্ত আপনাকে আপনার সংঙ্গী রিয়েলাইজ করাবে আমি আছি তোমার পাশে সুখে কিংবা দুখে ।

ছবিঃ~ সংগ্রহিত

~মাসুমা ইসলাম নদী

IT Amadersomaj