কর্ণফুলীর পাড়ে শিঘ্রই তৈরী হচ্ছে পার্ক ও খেলার মাঠ

লেখক: Amadersomaj
প্রকাশ: ১ বছর আগে


ইসমাইল ইমন চট্টগ্রাম প্রতিনিধি॥ চট্টগ্রাম মহানগরীতে কর্ণফুলী নদীর পাড়ে নির্মাণ করা হবে পার্ক ও খেলার মাঠ, চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) ও জেলা প্রশাসনের উদ্যোগে নির্মিতব্য এ পার্ক ও খেলার মাঠ উন্মুক্ত থাকবে সবার জন্য। অপদখল ও নদীর দূষণ রোধে প্রধানমন্ত্রীর অনুশাসন বাস্তবায়নে নগরীর কোতোয়ালি থানার ফিরিঙ্গি বাজার এলাকার মেরিন সড়কের পাশে নদীর তীরে সরকারি খাস জমিতে এটি নির্মাণ করা হবে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে চট্টগ্রাম সিটি করপোরেশনকে সহযোগিতার আহ্বান জানানো হয়,তারই অংশ হিসেবে গতকাল ১২ জুলাই বুধবার সকাল ১১টার সময় যৌথভাবে প্রস্তাবিত স্থান পরিদর্শন করেন চসিক মেয়র বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী ও জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।

এ সময় জেলা প্রশাসক চসিক মেয়রকে কর্ণফুলী নদীর তীরবর্তী খাস জমিতে সবুজ পার্ক ও খেলার মাঠ নির্মাণে সহযোগিতার আহ্বান জানান,চসিক মেয়র বলেন, জেলা প্রশাসনের খাস জমিতে কর্ণফুলী নদী সুরক্ষিত রেখে নদীর সৌন্দর্য উপভোগের ব্যবস্থা করা হবে। এখানে শিশু-কিশোরদের খেলাধুলার সুযোগ করে দিতে দ্রুততম সময়ের মধ্যে বিস্তীর্ণ সবুজ পার্ক ও খেলার মাঠ গড়ে তোলা হবে।

IT Amadersomaj