কাউকে বলে দেওয়া সহজ

লেখক: Amadersomaj
প্রকাশ: ২ years ago

হঠাৎ করে কাউকে বলে দেওয়া সহজ , তুমি এত মোটা কেনো ? এক্টু ডায়েট করলেও তো পারো?
তোমার নিজের খেয়াল রাখা উচিত ।

হঠাৎ করেই বলে দেওয়া সহজ তোমার গায়ের রং এক্টু কালো , এত রং ফর্সা করার প্রসাধনী বের হইছে কেন তুমি ব্যবহার করতে পারো না ।
কিংবা তোমার মুখ ভর্তি ব্রন ।

হঠাৎ করেই বলে দেওয়া সহজ বছরের পর বছর গেলো মেয়েটি বন্ধ্যা , বাচ্চা হচ্ছে না ।

হঠাৎ করেই বলে দেওয়া সহজ বয়স হয়েছে বুড়ী হয়ে যাচ্ছো অথচ কেন বিয়ে হচ্ছে না তোমার ।

এই যে মন্তব্য আমরা করি , আপনি জানেন কি যে মানুষটা আপনার মন্তব্য শুনে তার প্রতিটা শব্দে কতটা আঘাত সে পায় ? আপনি কি করে জানবেন আপনার সমস্যা আপনার কাছে প্রধান । একজন মেয়ে ইচ্ছে করে মোটা কিংবা খাটো হয়ে জন্মায় না সে হরমোন সমস্যায় হয়তবা ভোক্তভোগী তাই সহজ ভাবে সে বেড়ে উঠেনি , একটা মেয়ে কালো এটা সৃষ্টিকর্তার দায়ভার সে তো নিজেকে তৈরী করেনি তাহলে কেন তাকে কালো বলে অপমান করা হয় ? অপমান করতে হলে সৃষ্টিকর্তাকে করুন তাকে জিজ্ঞাসা করুন মেয়েটাকে কেন কালো বানিয়েছে ।একটা বাচ্চা না হওয়া নারী জানে কতটা কষ্ট সে বুকে বয়ে বেড়ায় । মা হওয়ার সুখ যদি তার কপালে না লেখা থাকে তবে তা কি করার আছে বলুন তো ? তাকে জিজ্ঞাসা করা মানে তার বেঁচে থাকার অস্তিত্ব নিয়ে প্রশ্ন করা । একজন বাবা মাকে তার বেকার ছেলে কিংবা বয়স্ক মেয়ের বিয়ে হয় না কেন? কিংবা চাকুরী হয়না কেনো প্রশ্ন করা মানেই তাকে চরম অসহায় ভাবে অপমান করা ।

এই কথা গুলো আমরা মনের অজান্তে প্রতিদিন বলে থাকে আমাদের আত্নীয় কিংবা পরিজন অথবা পরিচিত কাউকে । এই যে অভ্যাস এটা পরিত্যাগ করুন । নিজের অজান্তে অনেকের মনে আমরা কষ্ট দেই । এই কষ্ট দেওয়ার প্রতিটি বিষয় একটা করে ছোট পাপ করার সমান ।কে জানে ভবিষ্যৎ কর্মা আপনার জীবনে একই প্রতিফল ঘটাবে কিনা । কারন এই দুনিয়া টেনিস খেলার কোর্টের মত যা দিব তাই ফেরত দেবে । কর্মা কাউকে ক্ষমা করে না ।

~মাসুমা ইসলাম নদী

IT Amadersomaj