কাশিয়ানীতে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের জন্ম বাষির্কী পালিত

লেখক: Amadersomaj
প্রকাশ: ১ বছর আগে


কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তরের উদ্যেগে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৩’তম জন্ম বাষির্কী পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে (১০ আগস্ট) বৃহস্পতিবার মহিলা অধিদপ্তরের উদ্যেগে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা.আর্থিক অনুদান, ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান সুব্রত ঠাকুর। সাবেক প্রধান শিক্ষক মোঃ সাহিদুর রহমানের সঞ্চালনায় উপজেলা নিবার্হী অফিসার মোঃ মেহেদী হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, সহকারি কমিশনার ভূমি মিলন সাহা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম,মহিলা ভাইস চেয়ারম্যান সোহাগী রহমান মুক্তা, মহিলা বিসয়ক কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, কাশিয়ানী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নিজামুল আলম মোরাদ, এস আই দেওয়ান মোঃ সাদিকুল প্রমূখ।

বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৩ তম জন্ম বাষির্কী উপলক্ষে আলোচনা শেষে অতিথিরা অচ্ছল নারীদের মধ্যে সেলাই মেশিন, আর্থিক অনুদান দেওয়া হয়।

 

IT Amadersomaj