কাশিয়ানীতে মোনা হকের পক্ষ থেকে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ

লেখক: Amadersomaj
প্রকাশ: ৯ মাস আগে


আশরাফুজ্জামান :  মহান বিজয় দিবস উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে আত্মত্যাগ কারী শহীদদের স্মরণে বিশিষ্ট ব্যবসায়ী, বাংলাদেশ বেতারের সংবাদ পাঠিকা মোনা হকের পক্ষ থেকে গতকাল সকাল ১১ টার সময় কাশিয়ানী উপজেলার জোনাসুর স্কুল মাঠ প্রাঙ্গনে ২০০০ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সাবেক সদস্য, বঙ্গবন্ধু সমাজ কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি এবং খুলনা বিভাগের সাবেক বিভাগীয় কমিশনার, গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার ঐতিহ্যবাহী নড়াইল গ্রামের কৃতি সন্তান মরহুম এ কে এম ফজলুল হক মিয়ার জ্যেষ্ঠ কন্যা মোনা হক। তিনি তার বক্তব্য বলেন আমার পিতা মরহুম ফজলুল হক মিয়া ছাত্র জীবন থেকেই বাংলাদেশ আওয়ামী লীগের সাথে ছিলেন।এছাড়াও চাকরি জীবনে শুরু থেকেই জীবনের ঝুঁকি নিয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার সহযোগী হিসেবে দৃড় প্রত্যয়। ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে নির্মম হত্যার পর আমার পিতা তৎকালীন রামগাতির এডিসি থাকা অবস্থায় বঙ্গবন্ধুর শাহাদাত বরণ উপলক্ষে দোয়া ও মিলাদের আয়োজন করে ছিলেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পুণ্য জন্মভূমি গোপালগঞ্জের পিছিয়ে পড়া মানুষের ভাগ্য উন্নয়নে এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ে তুলতে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সব সময় আপনাদের আপদে বিপদে পাশে থাকতে চাই।

এ সময় আরো উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ আরিফুল আজম (অবঃ), বুলবুল আহমেদ, মহেশপুর ইউনিয়ন পরিষদের সদস্য আলিম মোল্লা, সাবেক সদস্য শফিকুল ইসলাম সাইফুল মৃধা, সকু ঠাকুর, কাশিয়ানীতে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ সুশীল সমাজের গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

IT Amadersomaj