কে হতে যাচ্ছে লেবুখালী ইউপি চেয়ারম্যান

লেখক: Amadersomaj
প্রকাশ: ১ বছর আগে


মোঃ আবদুল আলিম, জেলা প্রতিনিধি পটুয়াখালী॥পটুয়াখালী জেলার দুমকী উপজেলাধীন ২ নং লেবুখালী ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী ১৭ জুলাই-২০২৩।নির্বাচনে চেয়ারম্যান পদে মোট ৫ জন প্রার্থী প্রতিদন্ধীতা করছেন,এদের মধ্যে হাসান মাহমুদ দুলাল বর্ষিয়ান ও হেভিওয়েট প্রার্থী। এর আগেও তিনি ৩ বার চেয়ার নির্বাচিত হয়েছিলেন।

কিন্তু ব্যাক্তিগত নানবিধ কারনে পর পর ২বার তিনি নির্বাচনে আসেননি, যার কারনে ১০বছর তিনি জন সম্প্রিক্ততা থেকে কিছুটা দুরে ছিলেন।এবারের নির্বাচনে প্রতিদন্ধীতা করার উদ্দেশ্যে মনোনয়ন পত্র জমা দেওয়ার পরে, বাছাইয়ে তার মনোনয়ন বাতিল বলে গন্য হয়।মনোনয়ন বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে তিনি মহামান্য হাই কোর্টে রিট পিটিশন দাখিলের মাধ্যমে গত১০জুলাই তার মনোনয়ন বৈধতা ফিরে পান। এতে করে তিনি প্রচার প্রচারনার জন্য সময় পান মাত্র ৬ দিন,এতো অল্প সময় হাতে পেয়েও তিনি জয়ের ব্যপারে শতভাগ আশাবাদি।নতুন উদ্যমে তিনি জন সংযোগ চালিয়ে যাচ্ছেন, তিনি বাড়ি বাড়ি গিয়ে ভোটাদের সাথে দেখা করে দোয়া ও ভোট প্রার্থনা করছেন।

তিনি গন সংযোগ কালে সকলের উদ্দশ্যে বলেন, বিভিন্ন সমস্যা কারনে আমি ব্যক্তিগত ভাবে যথাসময় আপনাদের সামনে উপস্থিত হতে পারিনি বলে ইউনিয়ন বাসির কাছে ক্ষমা প্রার্থী ।

আমি ইতি পৃর্বে আপনাদের ভোটে ৩ বার চেয়ারম্যান নির্বাচিত হয়ে আপনাদের সেবায় নিয়োজিত ছিলাম ।

তাই আমার অতীতের কর্মকান্ড, আচার-আচারন, সততা-নিষ্ঠ, দক্ষতা ও ইউনিয়নের উন্নয়নের কথা বিবেচনা করে, যদি ভোট পাওয়ার যোগ্য হই, তাহলে আপনাদের সকলের কাছে দোয়া ও চশমা মার্কায় ভোট প্রার্থনা করি।

হাসান মাহমুদ দুলাল ছাড়াও চেয়ারম্যান পদে যে ৪ জন প্রার্থী প্রতিদন্ধীতা করছেন তারা হলেন বাংলাদেশ আওয়ামীলীগ মনোনিত মোঃ তুহিন আকন, (নৌকা) আওয়ামীলীগের মনোনয়ন বঞ্চিত বিদ্রোহী প্রার্থী মোঃ দেলোয়ার হোসেন মোল্লা, স্বতন্ত্র প্রার্থী মোঃ জহির (ঘোরা) সত্বন্ত্র প্রার্থী মোঃ জলিল তালুকদার(আনারস)।

ভোটারগন বাংলাদেশ সকালকে বলেন, দেরিতে হলেও হাসান মাহমুদ দুলাল ভোটের মাঠে ফিরে আসায়, ভোটের হিসেবটা পাল্টে যেতে পারে।

IT Amadersomaj