খারাপ সময়

লেখক: Amadersomaj
প্রকাশ: ২ years ago

সময়টা আমাকে আষ্টে পিষ্টে শিক্ষা দিয়ে দিলো , অনেক কিছুর কারন থাকে যা আমার বলার জন্য থেমে থাকে না । অনেক বেশি নিরবতা আমাকে নীরব থেকে নীরব করছে প্রতিনিয়ত । যা শিখেছিলাম অতীতে তা যেন বোধ করি যথেষ্ট ছিল না । এখন আরো বেশি শিখতে হচ্ছে ।এই অস্হিরতা এই এলোমেলো হয়ে আবার আমাকে গুছিয়ে দিবে ।হয়তবা এই যে কঠিন চাপ আমাকে আবার দাঁড়া করাবে । নিজের কাছে অভিযোগ নেই । কিছু অপারগতা আমার মাথা থেকে ঝাড়া যাচেছে না । আমার তো ভেঙেগে পরা চলবে না । কারন আমার তো কোন অজর্ন নেই । যা কিছু ছিলো তা শূন্য অবঅয় ।শূন্যতায় কোন সংখ্যা হয় না ।

তবে এক্টা সত্যি , নিজের খারাপ সময় গুলোর সাথে কথোপকথন করার জন্য নিজের দুয়ারে ভিতর থেকে খিল দিতে শিখতে হয় ।আমি শিখে নিয়েছি ।

~মাসুমা ইসলাম নদী –

 

IT Amadersomaj