গঙ্গাচড়ায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে মতবিনিময়

লেখক: Amadersomaj
প্রকাশ: ১ বছর আগে


সবুজ মিয়া নিজেস্ব প্রতিনিধি (রংপুর)॥ রংপুরের গঙ্গাচড়ায় সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বিভিন্ন বিষয় নিয়ে সনাতন ধর্মীয় নেতৃবৃন্দসহ সমাজের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের সঙ্গে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ মে) বিকাল ৫ টায় ৪নং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এর নিজ কক্ষে পরিষদের উদ্যোগে এর আয়োজন করা হয়। ইউ’পি চেয়ারম্যান মোঃ মাজহারুল ইসলাম লেবুর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন রংপুর জেলা পরিষদ এর সংরক্ষিত নারী সদস্য ও গঙ্গাচড়া পূজা উৎযাপন কমিটির সভাপতি শ্রীমতী ক্ষান্ত রানী রায়, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সহ- সভাপতি শ্রী সতীশ চন্দ্র রায়,গঙ্গাচড়া মডেল থানার অফিসার (এসআই) বুলবুল আহম্মেদ,এএসআই মঈনুল ইসলাম, ইউ’পি সদস্য আব্দুল মতিন অভি, গঙ্গাচড়া বাজার জামে মসজিদের পেশ ইমাম মোঃ মানিক মিয়া প্রমূখ।

এছাড়া বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক প্রতিনিধি,ইউনিয়ন পরিষদ সদস্যবৃন্দ,বিভিন্ন ওয়ার্ডের গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যবৃন্দ,সাংবাদিক ও সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন।

এসময় সভাপতির বক্তব্যে ইউ’পি চেয়ারম্যান বলেন, বাংলাদেশ কারো একক বসবাসের স্থান নয়, বাংলাদেশ আমাদের সবার, হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সকল ধর্মের মানুষের মিলিত রক্ত স্রোতে বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা স্বাধীনতা পেয়েছি। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এ দেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ হিসেবে রাখতে আমরা বদ্ধপরিকর। তাই কেউ মন্দির,মসজিদ নিয়ে হীন প্রচেষ্টা চালিয়ে সামাজিক সম্প্রতি নষ্ট করে রাজনৈতিক ফায়দা লুটার চেষ্টা করবেন না। চেষ্টা করলে আমরা তার মোক্ষম জবাব দিব।

গঙ্গাচড়া থানার প্রতিনিধি (সাব ইন্সপেক্টর) বুলবুল আহম্মেদ বলেন, সামনে সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের বড় উৎসব শারদীয় দূর্গা পূজা তাই আমরা এখন থেকেই প্রস্তুতি নিচ্ছি। এছাড়া সাম্প্রতিক বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে যারা এধরনের ঘটনা ঘটিয়ে সামাজিক সম্প্রতি নষ্ট করতে চাচ্ছে তাদের হুশিয়ার করে দিচ্ছি, ছার দেয়া হবেনা।আমাদের থানা এলাকায় এমন কোন ধরনের অপ্রীতিকর ঘটনা যেন কোন দুষ্কৃতিকারীরা ঘটাতে না পারে সে দিকে আমরা সর্বোদায় সচেতন রয়েছি।

IT Amadersomaj