গুরুদাসপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

লেখক: Amadersomaj
প্রকাশ: ১ বছর আগে


ইমাম হাছাইন পিন্টু: “পরিবর্তনশীল ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সাক্ষরতার প্রসার” এই প্রতিপাদ্য নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্র ও আলোচনা সভার মধ্য দিয়ে নাটোরের গুরুদাসপুর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করা হয়েছে।

০৮/০৯/২০২৩ইং শুক্রবার উপজেলা চত্বর থেকে গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রাবণী রায়ের নেতৃত্বে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে ফিরে আসে। পরে উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রাবণী রায়ের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন গুরুদাসপুর উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আলাল শেখ, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাম্মদ রোকসানা আক্তার লিপি সহকারী কমিশনার ভূমি মোঃ মেহেদী হাসান শাকিল, এটিও মোহাম্মদ শাহাদত হোসাইন প্রমূখ

IT Amadersomaj