গুরুদাসপুরে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন 

লেখক: Amadersomaj
প্রকাশ: ১ বছর আগে


ইমাম হাছাইন পিন্টু নাটোর॥ স্মার্ট বাংলাদেশ ভীষণ ২০৪১ প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে ভূমি মন্ত্রণালয়। ভূমি সেবা সপ্তাহ ২০২৩ উদযাপনের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্মার্ট ভূমি সেবায় প্রবেশ করতে যাচ্ছে তারই ধারাবাহিকতায় স্মার্ট ভূমি সেবা প্রতিপাদ্যে নাটোরের গুরুদাসপুরে উপজেলা ভূমি অফিসের আয়োজনে সপ্তাহব্যাপী ভূমি সেবা সপ্তাহ ২০২৩ উদযাপন শুরু করেছেন। চলবে আগামী ২৮ মে পর্যন্ত।

গুরদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রাবনী রায়ের সভাপতিত্বে ভূমি সেবা সপ্তাহের শুভ উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মোঃ আবু নাছের ভুইয়া জেলা প্রশাসক নাটোর।

সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ মেহেদী হাসান শাকিল এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ রোকসানা আক্তার লিপি উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ হারুনুর রশিদ সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোহাম্মদ রবিউল ইসলাম প্রমূখ।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন সরকারি কর্মকর্তা কর্মচারী ও সম্মানিত ব্যক্তিবর্গ সহ ভূমি সেবা নিতে আসা গ্রাহকরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রাবণী রায় বলেন ভূমি সেবা সপ্তাহের মাধ্যমে শুরু হলো স্মার্ট ভূমি সেবা প্রদানের কাজ তাই সর্বসাধারণক স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের ভূমি সেবা নিতে আসা সবাইকে সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করার উপর গুরুত্ব আরোপ করেন।

জেলা প্রশাসক মোঃ আবু নাছের ভূঁইয়া বলেন আমরা জনগণের সেবক হয়ে কাজ করতে চাই স্মার্ট বাংলাদেশ বিনিরমানে সবাইকে ঐক্যবদ্ধভাবে সততার সাথে দায়িত্ব পালন করার উপর গুরুত্ব আরোপ করেন।

ভূমি অফিস সূত্রে জানা যায়, গত পহেলা বৈশাখ থেকে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে ভূমি উন্নয়ন কর গ্রহণ করা হচ্ছে। স্মার্ট ভূমি সেবা প্রতিষ্ঠায় গ্রহীতারা যেন ঘরে বসেই ভূমি সেবা নিতে পারে সেই জন্যই ভূমি মন্ত্রণালয় ডিজিটাল রেকর্ডরুম ডিজিটাল সার্ভিসিং এবং ম্যাপিং অনলাইন জলমহল ইজারা অনলাইন শুনানি হট লাইন সেবা ১৬১২২অনলাইনে সার্টিফাইড পর্চা ও মৌজা ম্যাপ ই রেজিস্ট্রেশন ডিজিটাল ভূমি সেবায় আন্তঃসংযোগ স্মার্ট ভূমি রেকর্ড স্মার্ট ভূমি নকশা কৃত্তিম বুদ্ধিমত্তা সম্পন্ন স্মার্ট ভূমি পিডিয়া স্মার্ট নাগরিক ভূমি সেবা কেন্দ্র।

আরো জানা যায়, আগামী ২০২৬ সালের মধ্যে ভূমি ব্যবস্থাপনাকে সিঙ্গেল প্ল্যাটফর্মে নিয়ে আসা হবে জমি ক্রয়ের সাথে সাথে মিলবে জমির মালিকানার সকল কাগজপত্র যা অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ হয়ে যাবে।

IT Amadersomaj