গুরুদাসপুরে সাবেক সংসদ কামরুন্নাহারের মৃত্যু

লেখক: Amadersomaj
প্রকাশ: ১১ মাস আগে


গুরুদাসপুরে সাবেক এমপি মোছা. কামরুন্নাহার বেগমের মৃত্যু

 

 

ইমাম হাছাইন পিন্টু নাটোর

 

 

তৎকালীন  নাটোর-নওগাঁর সংরক্ষিত আসনের বিএনপি’র  সাবেক নারী সংসদ সদস্য মোছা. কামরুন্নাহার বেগম (৮৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল রবিবার ভোর পাঁচটার দিকে ঢাকার একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

 

পরে রবিবার বিকেল ৫ টার দিকে গুরুদাসপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে পৌর সদরের খামারনাচকৈড় কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

 

পারিবারিক সূত্রে জানাযায় দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজণিত রোগে ভুগছিলেন। শনিবার হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন । পরে তাঁকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে  চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কেন্দ্রীয় বিএনপি’র সংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট রুহুল  কুদ্দুস তালুকদার দুলু  বিএনপি নেতা ব্যারিস্টার আবু হেনা মোস্তফা কামাল রঞ্জু,  গুরুদাসপুরের পৌর মেয়র শাহনেওয়াজ আলী জাতীয় মানবাধিকার সোসাইটির গভর্নর  সাংবাদিক ইমাম হাছাইন পিন্টু সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

 

খোঁজ নিয়ে জানাগেছে সাবেক নারী সংসদ সদস্য কামরুন্নাহার বেগম ১৯৭৯ সালে বিএনপির দলীয় নেত্রী হিসেবে নাটোর ও নওগাঁর সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ছিলেন। পরবর্তীতে তিনি আর রাজনীতিতে সক্রিয় ছিলেন না। কামরুন্নাহার গুরুদাসপুর পৌর শহরের মরহুম মাহবুবুর রহমানের স্ত্রী।

IT Amadersomaj