জগন্নাথপুরে ভারতীয় অবৈধ চিনিসহ ৩ জন গ্রেফতার

লেখক: Amadersomaj
প্রকাশ: ১ বছর আগে


রিয়াজ রহমান॥ জগন্নাথপুর বাজারে ভারতীয় চিনিসহ তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে ছাতক উপজেলা থেকে আসা একটি চিনির চালান জগন্নাথপুর বাজারের ডরেরপাড় নামক জায়গা এলে গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানা পুলিশ ৬৫ বস্তা ভারতীয় চিনি আটক করে। যার বাজার মূল্য প্রায় তিন লাখ ৯০ হাজার টাকা। এঘটনায় জড়িত থাকার অপরাধে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছেন।

জানা যায়, জগন্নাথপুর বাজারে একটি চোরা চালান চক্র ছাতক উপজেলার অসাধু ব্যবসায়ীর মাধ্যমে ভারতীয় চিনি বস্তা পরিবর্তন করে জগন্নাথপুর উপজেলার বিভিন্ন হাট বাজারে বিক্রি করে যাচ্ছেন । গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সিনেটের রাতে জগন্নাথপুর বাজারের ডরেরপাড় এলাকার একটি গুদামে চিনি মজুদ করার আগেই অভিযান চালিয়ে জগন্নাথপুর থানা পুলিশ দুটি পিক-আপ ভ্যান গাড়িতে থাকা ৬৫ বস্তা ভারতীয় চিনি সহ তিনজনকে আটক করে। আটককৃতরা হলেন, ছাতক উপজেলার বাজনা মহল গ্রামের বাসিন্দা পিক আপ ভ্যানচালক জাহিদ হাসান(২৩), জগন্নাথপুর উপজেলার গুঙ্গিয়ারগাঁও গ্রামের পিকআপ চালক প্রদীপ দেবনাথ(২৫) ও জগন্নাথপুর উপজেলার কামড়াখাই গ্রামের বাসিন্দা জগন্নাথপুর বাজারের ব্যবসায়ী নির্দন দেবনাথ (৩০)। এঘটনায় জগন্নাথপুর থানার উপ পরিদর্শক (এস,আই) জিয়া উদ্দিন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে।

জগন্নাথপুর থানার উপ পরিদর্শক জিয়া উদ্দিন বলেন, ভারতীয় চিনিসহ আটক তিনজনকে শুক্রবার সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে। এঘটনায় জড়িত অন্যদের খোঁজা হচ্ছে এবং পিকআপ ভ্যানগাড়ি দুটি থানায় আটক রয়েছে।



Source link

IT Amadersomaj