জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

লেখক: Amadersomaj
প্রকাশ: ১ বছর আগে


মো: আব্দুর রাজ্জাক, (ধামরাই) ঢাকা॥ সোমভাগ ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এর উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১১ আগষ্ট শুক্রবার বিকাল ৪ ঘটিকায় দক্ষিণ দেপাশাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে।

অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সোমভাগ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী আব্দুল রফিক এবং সভাপতিত্ব করেন সোমভাগ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী আব্দুল মোত্তালিব।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সভাপতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি ও সভাপতি ঢাকা জেলা আওয়ামী লীগ এবং মাননীয় সংসদ সদস্য ঢাকা ২০ ধামরাই _বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ। তিনি বলেন ১৯৭৫ সালে ১৫ আগষ্টে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের ২২ জনকে হত্যা করে। ইতিহাসে পাতায় এমন ঘটনা দ্বিতীয় টি আর নেই।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি আজ বেঁচে থাকতেন তাহলে এই দেশ আরও অনেক আগেই স্বপ্নের সোনার বাংলাদেশ হয়ে যেত। ১৫ই আগস্ট জাতির পিতার দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা বিদেশে ছিলেন বিধায় তারা সেদিন প্রাণে বেঁচে যান। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসার পর থেকে স্বাধীনতা বিরোধীরা তাকে হত্যা করার জন্য বিভিন্নভাবে চক্রান্ত করছে। আল্লাহর অশেষ রহমতে দেশরত্ন শেখ হাসিনার কোন ক্ষতি তারা করতে পারেনি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে দেশ আজ ডিজিটাল বাংলাদেশে রুপান্তরিত হয়েছে। ১৯৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। দেশ এগিয়ে যাচ্ছে কিন্তু দেশ বিরোধীদের চোখে সে উন্নয়ন চোখে পড়ে না।তারা নানা অপপ্রচার করে। কোন অপশক্তি আমাদের অগ্রযাত্রা রুখতে পারবে না।

তিনি আরো বলেন সারা দেশের ন্যায় ধামরাই উপজেলায় ব্যাপক উন্নয়ন কাজ হয়েছে। বিশেষ করে সোমভাগ ইউনিয়নে অনেক উন্নয়ন হয়েছে। আজ এখানে কাঁচা রাস্তা নেই বললেই চলে। যে রাস্তা গুলো এখনো পাকা হয়নি সেই রাস্তা গুলো আগামী নির্বাচনের পর অবশ্যই পাকা করণ করা হবে।তিনি

সকলের কাছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট চান।সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ধামরাই পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সোমভাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক আওলাদ হোসেন।

বিশেষ অতিথি ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক আবুল কাশেম রতন, ঢাকা জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও বাইশাকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, ঢাকা জেলা আওয়ামী লীগের সহসভাপতি শফিক আনোয়ার গুলশান, ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ধামরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন সিরাজ, ধামরাই উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বীরমুক্তিযোদ্ধা সাখাওয়াত হোসেন সাকু, ধামরাই উপজেলা আওয়ামী লীগের ১নং যুগ্ম সাধারণ সম্পাদক ও সানোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খালেদ মাসুদ খান লাল্টু

কুশুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জনাব নুরুজ্জামান , ধামরাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান সোমভাগ ইউনিয়ন পরিষদ আজাহার আলী, ধামরাই উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মশিউর রহমান জানু,ধামরাই উপজেলা কৃষক লীগ আহ্বায়ক ও বালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আহম্মদ হোসেন,ঢাকা জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও মহিলা ভাইস চেয়ারম্যান ধামরাই উপজেলা পরিষদ এ্যাডভোকেট সোহানা জেসমিন মুক্তা, ধামরাই উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা কফিল উদ্দিন, ধামরাই উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক শামসুল হক, ধামরাই উপজেলা যুবলীগ নেতা হাফিজুল ইসলাম, ধামরাই উপজেলা ছাত্র লীগের সভাপতি জামিল হোসেন সহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন এর নেতৃবৃন্দ।

আলোচনা শেষে ১৫ই আগস্টের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

IT Amadersomaj