ঝিনাইদহে সারাদিন গুড়ি গুড়ি বৃষ্টির ফলে জনজীবন বিপর্যপ্ত হয়ে পড়েছে

লেখক: Amadersomaj
প্রকাশ: ১০ মাস আগে


শেখ শফিউল আলম লুলু, ঝিনাইদহ : অসময়ে বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় ‘মিগজাউম’র প্রভাবে ঝিনাইদহে সারাদিন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এরই ফলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বৃহস্পতিবার সকাল থেকে ঘূর্ণিঝড় ‘মিগজাউম’র প্রভাবে ঝিনাইদহে টানা বৃষ্টি হচ্ছে। বেশি বিপাকে পড়েছে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ গুলো। বৃষ্টির কারণে সকাল থেকেই শহর বা গ্রামে মানুষের চলাচল কম লক্ষ্য করা গেছে। বৃষ্টি উপেক্ষা করেই অনেকেই ছুটছেন কাজের উদ্দেশ্যে। কাজ না পেয়ে অনেকে বিভিন্ন দোকানে বসে থাকতে দেখা গেছে।

কথা হয় সদর উপজেলার বিষয়খালী গ্রামের রকি হাসানের সাথে তিনি জানান, ভোরে গ্রাম থেকে শহরে আসছি ইজিবাইক চালানোর জন্য কিন্তু আসার পর কিছু টাকা ভাড়া মারছি কিন্তু বৃষ্টির কারণে যাত্রী কম। সেই সাথে বিপাকে পড়েছে বই-খাতা হাতে বিদ্যালয়ের উদ্দেশে রাস্তায় বের হওয়া শিক্ষার্থী ও অভিভাবকেরা। টানা বৃষ্টির কারণে শহরের কোথাও কোথাও সৃষ্টি হয়েছে জলাবদ্ধতার। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় ‘মিগজাউম’র প্রভাবে লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবেই সারাদেশের ন্যায় ঝিনাইদহে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে যা থামবার নয়। শুক্রবার থেকে বৃষ্টি কমবে বলে আশা আবহাওয়া অফিসের।

IT Amadersomaj