ডার্ক সাইড …

লেখক: Amadersomaj
প্রকাশ: ২ years ago

কিছু কথার আঘাতে আমরা শুধু মাত্র কষ্টই পাই না ,তীব্র অপমানিত বোধও করি । এই পার্থক্যটা সবাই বুঝে না । কাউকে হাসতে হাসতে অপমান করার জন্য কোন দক্ষতার প্রয়োজন নেই ।কাউকে তীব্র কথার ঝাঁঝে পোড়ানোর জন্য অনেক স্কীল দরকার হয় না । বরং কারো মন বুঝে তার সাথে সম্পর্ক রক্ষা করাটা অনেক ধৈর্য্যের পরিচয় দিতে হয় ।

মানুষের তার নিজের অন্ধকার সাইড দেখাতে আয়োজনের দরকার পরে না । কোন রাগে কিংবা প্রতিশোধে মানুষের এই রূপ প্রকাশ হয়েই যায় । আপনার সামান্য কথার আঘাতে যদি কারো চোখের জলে নিজেকে ধুয়ে সে শুদ্ধ করে নেয় ভেবে নিবেন মানুষটা দূর্বল নয় ।বরং মানুষটা চুপ থেকে তার ধৈর্য্যের সেরা পরীক্ষাটা দিয়ে দিলো যাতে শেষটা সুন্দর হয় । হয়তবা কখনো সে আপনার জীবনে যখন থাকবে না তখন যাতে আপনি তার কথা সম্মানে স্মরন করতে পারেন তার জন্যই হয়তবা এই চুপ থাকা।

~মাসুমা ইসলাম নদী –

IT Amadersomaj