ডিমলায় কাঁচা বাজার সেড ঘরের শুভ উদ্বোধনে

লেখক: Amadersomaj
প্রকাশ: ১১ মাস আগে


মোঃ আনোয়ার হোসেন, ডিমলা, নীলফামারী : নীলফামারীর ডিমলা উপজেলার শহর নন মিউনিসিপ্যাল মাস্টার প্লান প্রনয়ন ও মৌলিক অবকাঠামো উন্নয়ন প্রকল্প (UTMIDP) এর আওতায় ডিমলা কাঁচা বাজারের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার ৬ নভেম্বর বেলা ১১ টায় সদর ইউনিয়ন পরিষদ সংলগ্ন কাঁচা বাজার এর নতুন সেড পরিদর্শন করে ফলক উন্মোচন করে শুভ উদ্বোধন করা হয়।

ডিমলা ৩নং সদর ইউনিয়ন পরিষদের আয়োজনে ও স্হানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED) ডিমলা বাস্তবায়নে, ডিমলা সদর ইউপি মাঠ প্রঙ্গনে সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক এ এইচ এম ফিরোজ সরকার এর সভাপতিত্বে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , নীলফামারী -১ ডোমার-ডিমলা, আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার এমপি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নীলফামারী নির্বাহী প্রকৌশলী ফিরোজ হাসান, ,উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর-ই- আলম সিদ্দিকী, উপজেলা ভূমি কর্মকর্তা ফারজানা আক্তার, , উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্রনাথ রায়, ডিমলা উপজেলা প্রকৌশলী শফিউল আলম, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক ও নীলফামারী জেলা পরিষদ সদস্য ফেরদৌস পারভেজ, ডিমলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বাবু উত্তম কুমার রায়, দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক লেলিন হোসেন সহ দোকান মালিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য – ডিমলা কাঁচা বাজার এর ফিস সেড ২টি, মিড সেড ২টি, ওপেন সেড ২টি ও ৫টি মাল্টি পিপলস সেড ও ৩টি অত্যাধুনিক ওয়াস ব্লক এর মোট ব্যয় ১ কোটি ৪০ লাখ টাকা।

IT Amadersomaj