তালতলীতে দুর্গাপূজা উপলক্ষে পুলিশের ব্রিফিং

লেখক: Amadersomaj
প্রকাশ: ১১ মাস আগে


সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার তালতলীতে শারদীয় দূর্গাপুজা শান্তিপূর্ন ভাবে উদযাপন উপলক্ষে তালতলী থানার বিভিন্ন পূজা মন্ডপে মোতায়েনকৃত পুলিশ ও আনসার সদস্যদের ব্রিফিং করা হয়েছে।

শুক্রবার (২০ অক্টোবর) তালতলী থানা চত্বরে শারদীয় দূর্গা পুজা উপলক্ষে ব্রিফিং অনুষ্ঠানে নির্দেশনা মূলক বক্তব্য রাখেন তালতলী থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম খান ও উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ আবদার মোল্লা। তারা বলেন, দুর্গোৎসব ঘিরে ইতোমধ্যে এই উপজেলায় সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়ছে।

তালতলী উপজেলায় এ বছর ১৩ টি পুজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

তালতলী থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম খান বলেন,শারদীয় দুর্গোৎসব সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন পূজা মন্ডপের দায়িত্বরত পুলিশ ও আনসার সদস্যদের দিক নির্দেশনা দেওয়া হয়েছে।তিনি উৎসব মুখর ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দূর্গা পূজা উদযাপনে সকলের আন্তরিক সহযোগিতা একান্ত কাম্য। সকলকে শারদীয় শুভেচ্ছা।

The post তালতলীতে দুর্গাপূজা উপলক্ষে পুলিশের ব্রিফিং appeared first on বাংলাদেশ সকাল.

IT Amadersomaj