তাহিরপুরে স্বামী-স্ত্রীকে পিটিয়ে চার হাত-পা ভেঙে ফেলার মামলায় গ্রেফতার ১

লেখক: Amadersomaj
প্রকাশ: ১ বছর আগে


সুনামগঞ্জ প্রতিনিধি॥ সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন রাস্তায় ফেলে পিটিয়ে স্বামী-স্ত্রীর চার হাত-পা ভেঙে ফেলার মামলায় নজির হোসেন(২৩) নামে একজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

এদিকে হামলার মুলহোতা ৩নং বড়দল দক্ষিণ ইউনিয়নের মৃত গিদু মিয়ার ছেলে রহিছ মিয়া (৪৫) আত্মগোপনে রয়েছে এবং সাজানো মামলার জখম যুবক মোজাহিদ (২৬) হাসপাতাল থেকে গ্রেফতার এড়ানোর ভয়ে পালিয়ে গেছে বলে জানা যায়।

উল্লেখ্য, গত (২৩ জুলাই রোববার) সন্ধ্যা ৭ টার সময় উপজেলার সীমান্ত সংলগ্ন ট্যাকেরঘাট গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটে। আহতরা হলেন, আব্দুল গফুর (৪৮) ও তার স্ত্রী হাসেনা খাতুন(৩৫)। আহত আব্দুল গফুর উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের বিন্নারবন্দ গ্রামের মৃত আব্দুল হাসিমের ছেলে।

আহতদের উদ্ধার করে প্রথমে তাহিরপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা শেষে সুনামগঞ্জ প্রেরণ করে। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে রাতেই তাদের সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয়।

ঘটনার পরদিন (২৪ জুলাই সোমবার) দুপুরে আহতর বড় ভাই সফল আলী (৫১) বাদী হয়ে উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের বিন্নারবন্দ গ্রামের মৃত গিদু মিয়ার ছেলে রইছ মিয়া (৪৫), তার ভাই সুকু মিয়া (৫২) ও মঙ্গল মিয়া (৬০) সহ ১৯ জনের নাম উল্লেখ করে তাহিরপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

IT Amadersomaj