নাটোরে হ্যান্ডবল প্রশিক্ষণ সমাপ্ত – বাংলাদেশ সকাল

লেখক: Amadersomaj
প্রকাশ: ২ years ago


ইমাম হাছাইন পিন্টু নাটোর॥ নাটোরের সিংড়ায় তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের ৩০ জন শিক্ষার্থীর অংশগ্রহনে ২০ দিনের হ্যান্ডবল প্রশিক্ষণ শেষ হয়েছে। আজ বৃহস্পতিবার সমাপনী দিনে প্রশিক্ষণার্থীবৃন্দের মাঝে সনদ বিতরণ করা হয়।

সিংড়া দমদমা পাইলট স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ আমিনুর রহমান। সভাপতিত্ব করেন দমদমা পাইলট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।

দমদমা পাইলট স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত প্রশিক্ষণে স্বাগতিক দমদমা পাইলট স্কুল এন্ড কলেজ ছাড়াও বিয়াম ল্যাবরেটরি স্কুল এবং জয়নগর পাঁচপুর স্কুলের শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহন করে।

জেলা ক্রীড়া অফিসার মোঃ রফিকুল ইসলাম জানান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ক্রীড়া পরিদপ্তরের উদ্যোগে বার্ষিক ক্রীড়া কর্মসূচীর অংশ হিসেবে এই প্রশিক্ষণ আয়োজন করা হয়।

IT Amadersomaj