পটুয়াখালীতে দেবরের দায়ের কোপে বড় ভাইয়ের স্ত্রী জখম

লেখক: Amadersomaj
প্রকাশ: ১০ মাস আগে


স্টাফ রিপোর্টার : পটুয়াখালীতে ভাবি মোসাঃ মাহফুজা বেগম (৪০) কে কুপিয়ে গুরুতর জখম করেছে দেবর মোঃ বনি আমিন ও তার মামা গোলাম মস্তফা।এ সময় আহত মাহফুজা বেগমকে স্বজনরা উদ্ধার করে বুধবার বেলা ১২:০০ ঘটিকায় পটুয়াখালী মেডিকেলেজ হাসপাতালে ভর্তি করেন। ০৬ ডিসেম্বার বুধবার বেলা ১১ ঘটিকায় পটুয়াখালীর সদর উপজেলার ইট বাড়িয়া ইউনিয়নের (৭ নং ওয়ার্ড) ইট বাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, মফিজুল ইসলাম বিদেশ থাকায় তার স্ত্রী মাহফুজা বেগম ও ভাই বনি আমিন এর মধ্যে জমি জমা ও টাকা পয়সা নিয়ে বিরোধ রয়েছে। কিছু দিন আগে মাহফুজা বেগমের ভাই ইমরানের মানিব্যাগ থেকে এক হাজার টাকা নিয়ে যায় বনি আমিন । এ নিয়ে ভাবি মাহফুজা বেগম দেবর বনি আমিনকে গালমন্দ করেন। এতে ক্ষিপ্ত হয়ে দেবর বনি আমিন তার মামা ঝুনা মস্তফাকে সাথে নিয়ে ভাবি মাহফুজাকে ধারালো রামদা দিয়ে কোপায়, এতে তার মাথা ও পায়ের হাড় কেটে গুরুতর জখম হয়। স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

এ ব্যাপারে বনি আমিন এর বাবা মজিদ প্যাদা ও তার মায়ের কাছে জানতে চাইলে তারা বলেন, বনি আমিনের মামা বাড়ির জমি নিয়ে বিরোধের জেরে এ এঘটনা ঘটেছে। তবে আমার ছেলে বনি আমিন ও গোলাম মস্তফা যা করছে তা অন্যায় করেছে, এতে তাদের আইন অনুযায়ী বিচার হলে আমাদের কোন অভিযোগ বা ক্ষোভ থাকবে না, কারন আমার ছেলের মাথা গরম। অভিযোগ রয়েছে ইতোপূর্বে দেবর বনি আমিন মাহফুজা বেগমকে দফায় দফায় মারধর করেছে।

এ ঘটনায় মাহফুজা বেগম জানান, আমার আলমারিতে থাকা আমার কানের জিনিষ, চেইন, মেয়ের কানের দুল, চেইন, পায়ের নুপুর এবং আমি জমি কেনার জন্য এনজিও থেকে এক লক্ষ টাকা লোন নিয়েছিলাম, আমাকে কুপিয়ে আহত করে বনি আমিন তাহা লুট করে নিয়ে গেছে। এখন আমার কাছে চিকিৎসা চালানোর মতো কোন টাকা নেই,কি দিয়ে চিকিৎসা চালাবো? এব্যাপার পটুয়াখালী সদর থানায় লেখিত অভিযোগ দেয়া হয়েছে।

এ ঘটনায় সদর থানার এসআই ফয়সাল ঘটনা স্থল পরিদর্শন করেন, এব্যাপারে পটুয়াখালী সদর থানার ওসি মোঃ জসিম বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

IT Amadersomaj