পটুয়াখালীর মরিচবুনিয়ায় ব্যবসায়ীর টাকা ছিনতাই

লেখক: Amadersomaj
প্রকাশ: ১০ মাস আগে


জেলা প্রতিনিধি,পটুয়াখালী: পটুয়াখালীসদরউপজেলার মরিচবুনিয়া ইউনিয়নে ভূষা ব্যবসায়ী জলিল মৃধা (৫২)কে মারধোর করে টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।

এ ব্যাপারে ভিক্টিম নিজে পটুয়াখালী সদর থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।

অভিযোগে বলা হয়েছে, গত ০৪/১২/২০২৩ ইং তারিখ তিনি ব্যবসায়িক কাজে খাসের হাট বাজারে যান, কেনা বেচা শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওনা হলে রাত্র আনুমানিক ৮.৩০ এর সময় জনৈক আঞ্জু খার বাড়ির সামনের রাস্তা পর্যন্ত আসলে রফিক সরদার (৪৫)পিতা- নসু সরদার, ইমন সরদার (২২)পিতা-রফিক সরদার এবং তাদের সাথে থাকা আরো কয়েক জন অপরিচিত লোক সহ ব্যবসায়ী জলিল মৃধার গতিরোধ করে এবং তার সাথে থাকা টাকা ও মালামাল দিয়ে দিতে বলে,ব্যবসায়ী জলিল মৃধা তাহা দিতে রাজি না হওয়ায় ছিনতাইকারীরা তাকে এলোপাথারি মারতে থাকে,এবং জলিল মৃধার সাথে থাকা ব্যবসার ১২,০০০০( এক লক্ষ বিশ হাজার টাকা জোর করে ছিনিয়ে নয়। জলিল মৃধার ডাক চিৎকার করলে পার্শবর্তী বাড়ির লোকজন ছুটে এলে ছিনতাইকারীরা পালিয়ে যায়,পরে তারা ভিক্টিমকে উদ্ধার করে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। দস্যুদের মারের আঘাতে ভিক্টিমের শরীরের বিভিন্য স্থানে মারাত্মক জখম হয় এবং ডান চোখে এতো বেশি জখম হয়েছে যে, চোখটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

সংবাদ সংগ্রহ করা কালিন সময়ে ভিক্টিম জলিল মৃধা পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।

এ ব্যপারে ভিক্টিম জলিল মৃধার কাছে জানতে চাইলে তিনি ‘সময়ের কথা’কে বলেন, যারা আমাকে মারধোর করে টাকা ছিনতাই করেছে, আমি তাদের উপযুক্ত বিচার ও শাস্তি চাই এবং আমার কাছ থেকে ছিনতাই কৃত টাকা ফেরৎ পাওয়ার জন্য প্রসাশন সহ সকলের সহযোগিতা চাই।

IT Amadersomaj