পরিচ্ছন্ন ময়মনসিংহ নগরী গড়তে সেবা দিয়ে যাচ্ছে ‘ক্লিন সিটি ময়মনসিংহ’

লেখক: Amadersomaj
প্রকাশ: ১ বছর আগে


এনামুল হক ছোটন॥ যে কোন নগরীর সৌন্দর্য ও পরিবেশের আধুনিকায়ন নির্ভর করে পরিষ্কার পরিচ্ছন্নতার উপর। তাই আধুনিক ময়মনসিংহ নগরীর গড়ে তুলতে ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর মেয়র মোঃ ইকরামুল হক টিটু বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ ও কর্মসূচি এবং বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছেন। এরই প্রেক্ষিতে ময়মনসিংহ নগরীর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে এবং আধুনিক নগরী গড়ে তুলতে ক্লিন সিটি ময়মনসিংহের সাথে চুক্তি স্বাক্ষর করেছেন। ফলে ক্লিন সিটি ময়মনসিংহ তাদের কার্যক্রম শুরু করেছেন। পরিচ্ছন্নতা কর্মীদের হাতে বর্জ্য দিবো, পরিচ্ছন্ন ময়মনসিংহ নগরী গড়বো” এই স্লোগান নিয়ে ক্লিন সিটি ময়মনসিংহ গত এপ্রিল ২০২৩ থেকে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ( ১,২, ৩ এবং ১৬,১৭ নং ওয়ার্ড) ৫ টি ওয়ার্ড নিয়ে তাদের পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছেন। ক্লিন সিটি ময়মনসিংহ সপ্তাহে ৬ দিন সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত ৪০ জন পরিচ্ছন্নতা কর্মী ১৪ জন সুপারভাইজার এর দিকনির্দেশনায় পরিচ্ছন্ন নগরীর গড়তে নগরবাসিদের সেবা দিয়ে যাচ্ছে।

ক্লিন সিটি ময়মনসিংহের পরিচ্ছন্নতা কার্যক্রমে খুশী নগরীর উক্ত ওয়ার্ডবাসী, তাদের সেবা এবং শৃঙ্খলা অনুযায়ী নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের প্রশংসা করছেন ওয়ার্ডবাসী।

জানা যায়, ক্রমান্বয়ে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের চুক্তি মোতাবেক আরও ৮ টি ওয়ার্ডে ক্লিন সিটি ময়মনসিংহ এর পরিচ্ছন্নতা কার্যক্রমের আওয়াত আনা হবে। এ বিষয়ে ক্লিন সিটি ময়মনসিংহের চেয়ারম্যান পারভেজ রানা বলেন, আমাদের মূল্য উদ্দেশ্য হচ্ছে পরিস্কার ও পরিচ্ছন্ন ময়মনসিংহ নগরীর গড়তে সিটি কর্পোরেশন এর মেয়র মহোদয়কে সহযোগিতার পাশাপাশি নাগরিকদের সেবা নিশ্চিত করা। আমরা আপাতত ৫ টি ওয়ার্ডে আমাদের পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছি এবং চুক্তি মোতাবেক ক্রমান্বয়ে আরও ৮ টি ওয়ার্ডে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করবো। আমাদের পরিচ্ছন্নতা কর্মীরা ৫ টি ওয়ার্ড থেকে দৈনিক গড়ে সাড়ে ২২ টন ময়লা সংগ্রহ করছে। আমাদের হট লাইন ০১৩২৮- ২০২৫০১ নম্বরে যোগাযোগ করে নগরীরবাসী পরিচ্ছন্নতা বিষয়ে জানতে পারছে এবং পাশাপাশি সার্বক্ষণিক সেবা পাচ্ছে যা আগে তারা পেত না, এখন উক্ত নম্বরে যোগাযোগ করে সবসময়ই পরিচ্ছন্নতা সেবা পাচ্ছে এবং ক্লিন সিটি ময়মনসিংহের কার্যক্রম সম্পর্কে ধারণা লাভ করছেন।

IT Amadersomaj