পাইকগাছায় দখল ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন 

লেখক: Amadersomaj
প্রকাশ: ১ বছর আগে


পাইকগাছা (খুলনা) সংবাদদাতা॥ খুলনার পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আদালতের রায় ডিগ্রি প্রাপ্ত সম্পত্তি জবর দখল ও জান মালের ক্ষয়ক্ষতির হুমকির প্রতিবাদে রবিবার সকালে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা গোপালপুর গ্রামের নির্মল সরকারের স্ত্রী বিজলী রানী সরকার।

লিখত বক্তব্যে তিনি বলেন প্রতিবেশী শ্যামল দাশদের সাথে গোপালপুর মৌজায় সাড়ে ৪৮ শতাংশ জমি নিয়ে দীর্ঘ দিন যাবত বিরোধ চলে আসছে। পাইকগাছা সিনিয়র সহকারী জর্জ আদালতে নির্মল সরকার বাদী হয়ে সর্তপ্রচার ও বাটোয়ারা ৩৬/৯৯ ইং নম্বর মামলা করে ২০২০ সালে রায় ডিগ্রি প্রাপ্ত হয়। বিবাদী শ্যামল দাশ রায়ের বিরুদ্ধে খুলনা অতিরিক্ত জেলা জর্জ দ্বিতীয় আদালতে ১০০/২০ইং আপিল মামলা করলে বিজ্ঞ আদালত নিন্ম আদালতের রায়টি বহাল রাখে। যার বিরুদ্ধে বিবাদী আবারো মহামান্য হাইকোর্টে ১০৩৪/২২ ইং মামলা করলে উক্ত রায় দুটি আদালত বহাল রাখেন । মামলায় পরাজিত হয়ে শ্যামল দাশরা আদালতের আদেশ অমান্য করে সম্পত্তি জবর দখলের উদ্দেশ্যে বিভিন্ন সময় জানমালের ক্ষয়ক্ষতি মিথ্যা মামলা দিয়ে হয়রানী করার হুমকি দিচ্ছে। হুমকির বিষয়ে আমার ননদ শেফলী রানী গত ৫ আগষ্ট ২৪২, আমার দেবর বিবেক কুমার ২ সেপ্টেম্বর ৮৪ এবং আমার স্বামী নির্মল সরকার ১ সেপ্টেম্বর ২১ নং জিডি করেন পাইকগাছা থানায় তদন্তধীন রয়েছে।

এদিকের দেওয়ানী মামলায় পরাজিত হওয়ায় ও থানায় জিডি করার কারণে প্রতিপক্ষ শ্যামল দাশরা আমাদের উপর নানা ধরনের অত্যাচার শুরু করেছে এর থেকে প্রতিকার পেতে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

IT Amadersomaj