পাবনার ঈশ্বরদীতে হজ্ব পরবর্তী করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

লেখক: Amadersomaj
প্রকাশ: ১১ মাস আগে


উজ্জল প্রধান : পাবনার ঈশ্বরদীতে কুরআন ও সুন্নাহ্ এর আলোকে হাজ্বীদের “হজ্ব পরবর্তী করণীয় শীর্ষক কর্মশালা” বিষয়ক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

ঈশ্বরদী আঞ্চলিক কৃষি ও ডাল গবেষণা কেন্দ্রের পরিচালক ড.মহি উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালণা ও সার্বিক পরিচালনা করেন সবুজ কুড়ি কিন্ডার গার্টেন এর অধ্যক্ষ আলহাজ্ব কবির আলী হিরু ও সহকারী অধ্যক্ষ আলহাজ্ব জহুরুল ইসলাম ডাবলু।

২৪ অক্টোবর (মঙ্গলবার) সকালে ঈশ্বরদী কৃষি ও ডাল গবেষণা কেন্দ্রের অডিটোরিয়ামে রায়হান হজ্ব কাফেলার আয়োজনে দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন,ঢাকা কুরআন শিক্ষা ও প্রশিক্ষণ কেন্দ্রের চেয়ারম্যান ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক (অবঃ) ড: মোঃ আব্দুল্লাহেল বাকী।

বিশেষ অতিথি ছিলেন,রায়হান হজ্ব কাফেলার পরিচালক আলহাজ্ব হাফেজ মাওলানা রায়হান বিন সিরাজী,ডা:রাকিবুল ইসলাম,কৃষি ও ডাল গবেষণা কেন্দ্রের বিজ্ঞানী ড.মোঃ সেলিম, ড.মোঃ সামসুল আলম।

কর্মশালা’র দিনব্যাপী অনুষ্ঠানে বক্তারা হাজ্বীদের “হজ্ব পরবর্তী করণীয় শীর্ষক” বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

এ সময় পাবনা ও ঈশ্বরদীর প্রায় দের শতাধিক হাজ্বী উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে প্রত্যেক হাজ্বীদের একটি করে আমের চারা উপহার দেয়া হয়।

IT Amadersomaj