পুটুয়াখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

লেখক: Amadersomaj
প্রকাশ: ৯ মাস আগে


মোঃ আবদুল আলিম, জেলা প্রতিনিধি পটুয়াখালী: যথাযোগ্য মর্যাদায় পটুয়াখালীতে মহান বিজয় দিবস পালিত হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে শহীদের বেদিতে পুষ্পার্ঘ্য অর্পনের মাধ্যমে দিবসটির কর্মসূচী শুরু করা হয়।

মহান মুক্তি যুদ্ধে যারা আত্মাহুতি দিয়েছিলেন, তাদের প্রতি সম্মান জানাতে বাংলাদেশ আওয়ামীলীগ ও এর সকল অঙ্গ সংগঠন এং বিভিন্ন রাজনৈতিক সংগঠন, জেলা প্রশাসক, সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, নানান পেশাজীবী সংগঠন ও বরেন্য ব্যক্তিবর্গ শহীদ বেদিতে পুষ্পার্পন করেন।

এর পরে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন নানান কর্মসূচির মাধ্যমে বিজয় দিবস পালন করেন। সন্ধার পরে পটুয়াখালী ডিসি মঞ্চে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন পটুয়াখালী জেলার সুযোগ্য জেলা প্রসাশক জনাব নুর কুতুবুল আলম।সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সংগ্রামী সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আবদুল মান্নান,জেলা পরিষদ চেয়ারম্যান জনাব এ্যাড.মোঃ হাফিজুর রহমান,সাবেক সংসদ সদস্য জনাব সরদার আবদুর রশিদ প্রমুখ।

আলোচনা সভার শেষে স্থানীয় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

IT Amadersomaj