বদলগাছীতে আদালতের রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গরুর শেড নির্মাণ

লেখক: Amadersomaj
প্রকাশ: ১ বছর আগে


এনামুল কবীর এনাম: নওগাঁর বদলগাছী উপজেলার বিলাসবাড়ী ইউনিয়নের গোপালপুর গ্রামে বিবাদমান সম্পত্তিতে জোরপূর্বক ইট দিয়ে টিনের ছাউনি দিয়ে গরুর শেড নির্মাণকে কেন্দ্র করে এলাকায় টান টান উত্তেজনা বিরাজ করছে।

জানা গেছে, সগুনা গোপালপুর মৌজার ৭০,৩৫,৮৩ নং খতিয়ানের ৭০৮,৭০৯,৭১০ নং দাগের ৩৮ শতাংশ জমির মধ্যে ৮ শতাংশ জমি দখল কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছে। সম্পত্তির দাবিদার হিসাবে .আখতার ফরিদ বাদী হয়ে একই এলাকার মোছাঃ বিউটি বেগম, সহ ৪৭ জনকে বিবাদী করে নওগাঁর সহকারী জজ আদালতে নালিশী সম্পত্তি নিয়ে মোর্কদ্দমা করেন।

গত ১২/৫/২০১৫ ইং তারিখ আদালত ঐ সম্পত্তিতে বিবাদীগণের বিরুদ্ধে বাদীর পক্ষে রায় প্রদান করেন। রায়ের পর বিবাদী আপিল করেন। আপিল রায়ের পর গত ৩/৮/২০১৯ ইং তারিখে নওগাঁ জেলা জজ আদালত হতে নাজির সৈয়দ হাসান আকবর, জারি কারক মোঃ আল মামুন, বদলগাছী থানার এস আই মোঃ শাহীন চৌধুরী ও ৬ জন কনষ্টেবল সহ উক্ত জমিতে দখল জারি করার জন্য ঢাক- ঢোল সহ সরেজমিনে উক্ত জমিতে লাল পতাকা দিয়ে চিহ্নিত করতে থাকেন। চিহ্নিত করার সময় বিবাদী সহ পরিবারের লোকজন দখল কার্যে বাধা প্রদান করেন এবং সকলের উপস্থিতিতে নিজেদের বাড়ীতে অগ্নি সংযোগ করেন।

বিবাদীর ভাবি মোছাঃ মুন্নি বেগম বাদী হয়ে বদলগাছী থানায় মামলা করেন, মামলা নং ১০। উক্ত মামলাটি তদন্ত সাপেক্ষে তদন্ত কর্মকর্তা মামলাটি চূড়ান্ত ফাইনাল রিপোর্ট প্রদান করেন । হটাৎ গত ১১/৮/২৩ ইং তারিখে উক্ত রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিবাদীর ভাই মো.লুৎফর কবিরাজ কয়েকজন শ্রমিক দিয়ে নালিশী সম্পত্তিতে গরুর শেড নির্মাণ কাজ শুরু করেন।

বাদী আখতার ফরিদ বাধা প্রদান করিলে বিবাদীগণ উক্ত বিরোধের জের ধরে গত ১৫/৮/২০২৩ ইং তারিখ আনুমানিক রাত ৮ টায় শর্মাপুর ব্রীজের মোড়ে জনৈক বকুল হোসেনের মুদি খানার দোকানের সামনে বাদী আখতার ফরিদ এর ছেলে জহুরুল ইসলামকে একা পেয়ে অতর্কিত হামলা করে তাঁকে গুরুতর আহত করে। তাঁর আর্তচিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলে হামলাকারী লুৎফর ও মামুন কবিরাজ সহ কয়েক জন পালিয়ে যায়।

এ বিষয়ে বদলগাছী থানায় আখতার ফরিদ বাদী হয়ে লুৎফর কবিরাজ সহ কয়েকজনের নামে মামলা করেন।

লুৎফর কবিরাজ দাবি করেন, ঐ সম্পত্তি ক্রয়সুত্রে আমার বোনের।জোর করে তিনি কারো সম্পত্তি দখল করেননি। আদালতের রায় ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন জানি।

আখতার ফরিদ বলেন, ঐ সম্পত্তি আমার চাচাতো ভাইয়ের। আমার চাচাতো ভাইয়ের কাছ থেকে লুৎফর কবিরাজের বোন বিউটি বেগম ক্রয় করেন কয়েক বছর আগে। আমি জানতে পেরে আদালতে প্রেমশন মামলা করি, যার মামলা নং ১৫/২০০২। মামলার রায়টি আমার পক্ষে হয়েছে। রায়ের পর গত ৩/৮/২০১৯ ইং তারিখে জেলা জজ আদালত হতে নাজির সৈয়দ হাসান আকবর জারি কারক মোঃ আল মামুন বদলগাছী থানার এস আই মোঃ শাহীন চৌধুরী ও ৬ জন কনষ্টেবল সহ উক্ত জমিতে দখল জারি করার জন্য ঢাক- ঢোল সহ সরেজমিনে উক্ত জমিতে লাল পতাকা দিয়ে চিহ্নিত করতে থাকেন। চিহ্নিত করণ কালে বিবাদীনি সহ পরিবারের লোকজন দখল কার্যে বাধা প্রদান করেন এবং সকলের উপস্থিতিতে নিজেদের বাড়ীতে অগ্নি সংযোগ করেন। পরবর্তীতে বিবাদীনির ভাবি মোছাঃ মুন্নি বেগম বদলগাছী থানায় মামলা করেন। উক্ত মামলাটি তদন্ত সাপেক্ষে তদন্ত কর্মকর্তা মামলাটি চূড়ান্ত ফাইনাল রিপোর্ট ও দেন। হটাৎ গত ১১/৮/২৩ ইং তারিখে উক্ত রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিবাদীনির ভাই মো.লুৎফর কবিরাজ কয়েকজন শ্রমিক দিয়ে নালিশী সম্পত্তিতে গরুর শেড নির্মাণ করেন। খবর পেয়ে তাদের কাজে বাধা প্রদান করলে তারা আদালতের রায় মানেন না বলে জানান। তাদের কাজে বাধা প্রদান করলে আমাকে ও আমার এক মাত্র ছেলেকে হত্যা করে জমিতে পুঁতে রাখবে বলে হুমকি প্রদান করে।

তিনি আরও বলেন, বিবাদী পক্ষ উক্ত ঘটনাকে কেন্দ্র করে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করার পাঁয়তারা করছে। যে কোন সময় আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করতে পারে। শর্মাপুর গ্রামের বুকুল হোসেন, ছপদুল,সামছুলের কাছে জানতে চাইলে তিনারা বলেন এখানে কুশার দিয়ে এবং হাত দিয়ে কিল ঘুশি মারেন বাদীর ছেলেকে।

মেয়ে টি গর্ভপাত হয়েছে কি না জানতে চাইলে গ্রামবাসী বলে আমরা সঠিক জানিনা।

বদলগাছী থানার অফিসার ইনচার্জ ওসি বলেন, ঐ সম্পত্তি নিয়ে দুইপক্ষের বিবাদের বিষয়টি নজরে আছে। যদি কেউ থানায় মিথ্যা মামলা করে তাহলে ফৌজদারি আইনে মামলা তদন্ত করে, বাদীর বিরুদ্ধে মিথ্যা মামলা করার অপরাধে প্রসিকিউশন দেওয়া হবে।

স্হানীয় এলাকাবাসী জানান যে মেয়ে টি জমি ক্রয় করেছে মেয়েটির নিঃসন্তান এবং অসহায়, তার জমিটি প্রেমশন করা তাদের জন্য উচিত হয়নি, কারণ তারা অর্থশালী ও জমির জামা আলা পরিবার। তারা একজন অসহায়ের প্রতি জুলুম করতেছে মাত্র ।



Source link

IT Amadersomaj