বাঁচতে চায় চাঁদ মিয়া ও কিশোরী কন্যা তাসলিমা 

লেখক: Amadersomaj
প্রকাশ: ১ বছর আগে


চিলমারী প্রতিনিধি॥ কুড়িগ্রামের চিলমারীতে মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে শয্যাশায়ী চাঁদ মিয়া (৫০) ও তার ১৭ বছর বয়সী কন্যা তাসলিমা বেগম। বাঁচার আকুতি বাবা ও কন্যা দুজনেরই। কিন্তু অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছে না তার পরিবার।

জানা গেছে, চাঁদ মিয়ার বাড়ি চিলমারী উপজেলার বালাবাড়ী রেলওয়ে ষ্টেশন সংলগ্ন শিকার পাড়া গ্রামে। বছর তিনেক আগে চাঁদ মিয়ার ফুসফুসের ক্যান্সার ধরা পড়ে। ভাগ্যের কি পরিহাস বছর যেতে না যেতেই ১৫ বছর বয়সী কিশোরী কন্যা তাসলিমার ধরা পরে ব্রেস্ট ক্যান্সার। অভাবের সংসারে চাঁদ মিয়া ও তাসলিমার চিকিৎসার ব্যয় সামলাতে পারছেনা তার পরিবার। অসম্ভব হয়ে পড়েছে চিকিৎসার অর্থ সংগ্রহ করা। তাসলিমার আকুতি অর্থের অভাব কি আমরা মারা যাব? আমরা বাঁচতে চাই।

দিন মজুর চাঁদ মিয়ার কোন যায়গা জমি নেই, বালাবাড়ী রেলওয়ে ষ্টেশন সংলগ্ন লাইনের পাশে খাস যায়গায় তার স্ত্রী, দুই পুত্র ও একমাত্র মেয়ে তাসলিমাকে বসবাস করেন। গরু ছাগল হাঁস মুরগিও শেষ করেছেন চিকিৎসার জন্য, এখন একেবারেই নিঃস্ব।

চাঁদ মিয়ার প্রতিবেশী মাহাতাব উদ্দিন বলেন, সে একজন দরিদ্র মানুষ, চিকিৎসায় এত ব্যয়বহুল রোগ তাদের ধরা পড়লো যা সত্যি ই দুঃখজনক। ছেলে দুইটাও কর্মক্ষম। পরিবারের সামর্থ্য নেই টাকা খরচ করে তাদের চিকিৎসা করানোর। সমাজের বিত্তশালী ধনবান ও শুভাকাঙ্ক্ষীরা আর্থিক সাহায্য করলে তাদের চিকিৎসা করানো সম্ভব। তাদের চিকিৎসায় সমাজের সর্বস্তরের মানুষের সাহায্য পাঠানোর আবেদন জানিয়েছেন তাদের পরিবার। বিকাশ নাম্বার ০১৮৭৮-৯৭৮৮৮৭

IT Amadersomaj