বাগাতিপাড়া অবৈধ গুড় ব্যবসায়ীর লক্ষাধিক টাকা জরিমানা 

লেখক: Amadersomaj
প্রকাশ: ৯ মাস আগে


ইমাম হাছাইন পিন্টু, নাটোর : জাতীয় ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর, নাটোর জেলা কার্যালয় কর্তৃক ১১ ডিসেম্বর, ২০২৩ খ্রিঃ তারিখে ‌নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলায় অ‌ভিযান প‌রিচালনা করা হয়।

প‌রিচা‌লিত অ‌ভিযা‌নে ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বি‌ভিন্ন ধারায় প্রশাস‌নিক ব্যবস্থায় বাগাতিপাড়া উপজেলার কালিকাপুর বাজার এলাকায় অবস্থিত কামালের গুড় আড়ৎকে (স্বত্বাধিকারী: কামাল) খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্য মিশ্রণের অপরাধে ৪২ ধারায় ১০,০০০/=, (দশ হাজার টাকা), একই উপজেলার কালিকাপির বাজার এলাকায় অবস্থিত শকিলের গুড় আড়ৎকে (স্বত্বাধিকারী: শাকিল) খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্য মিশ্রণের অপরাধে ৪২ ধারায় ৩০,০০০/=, (ত্রিশ হাজার টাকা), একই উপজেলার কৈচরপাড়া বাজার এলাকায় অবস্থিত জানার গুড় আড়ৎকে (স্বত্বাধিকারী: জানার) খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্য মিশ্রণের অপরাধে ৪২ ধারায় ৬০,০০০/= (ষাট হাজার টাকা মাত্র), একই উপজেলার বাশবাড়িয়া বাজার এলাকায় অবস্থিত রহমান গুড় আড়ৎকে (স্বত্বাধিকারী: রহমান) খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্য মিশ্রণের অপরাধে ৪২ ধারায় ১৫,০০০/= (পনের হাজার টাকা মাত্র), একই উপজেলার বাশবাড়িয়া বাজার এলাকায় অবস্থিত আ: রাজ্জাক গুড় আড়ৎকে (স্বত্বাধিকারী: আ: রাজ্জাক) খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্য মিশ্রণের অপরাধে ৪২ ধারায় ১২,০০০/= (বার হাজার টাকা মাত্র), একই উপজেলার মারিয়া বাজার এলাকায় অবস্থিত বিসমিল্লাহনবেকারীকে (স্বত্বাধিকারী: আলমগীর) অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন বা প্রক্রিয়াকরণের অপরাধে ৪৩ ধারায় ৫,০০০/- (পাঁচ হাজার), একই উপজেলার তালতলা বাজার এলাকায় অবস্থিত ইউনুস বেকারীকে (স্বত্বাধিকারী: ইউনুস) খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্য মিশ্রণের অপরাধে ৪২ ধারায় ৩,০০০/= (তিন হাজার টাকা মাত্র),), টাকাসহ সর্বমোট ১,৩৫,০০০/= (এক লক্ষ পঁয়ত্রিশ হাজার) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এর পাশাপাশি সচেতনতার জন্য লিফলেট বিতরণ করা হয়।

নাটোর জেলার RAB-05 এর সিপিসি-০২ এর একটি চৌকশ টিমের সহায়তায় উপর্যুক্ত অ‌ভিযা‌নটি প‌রিচালনা করা হয়।

জাতীয় ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর, নাটোর জেলা কার্যাল‌য়ের সহকারী প‌রিচালক মোঃ মেহেদী হাসান তানভীর উক্ত অ‌ভিযান প‌রিচালনা ক‌রেন এবং বলেন জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

IT Amadersomaj