বেড়ায় বজ্রপাত রোধে ৪শ’ তালগাছের চারা রোপন

লেখক: Amadersomaj
প্রকাশ: ১ বছর আগে


সরকার আরিফ ইখতেখার : বজ্রপাত রোধে পাবনার বেড়া উপজেলায় ৪০০ তালগাছের চারা রোপন করা হয়েছে। আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্প (প্রথম সংশোধিত) এর আওতায় বজ্রপাত প্রতিরোধে তালগাছ রোপন করা হয়েছে।

বুধবার (৭জুন) উপজেলার চাকলা ইউনিয়নের খাকছাড়া হতে বাগজান গ্রামীণ সড়কে এসব তালগাছের চারা রোপন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

এ সময় উপজেলা কৃষি অফিসার,কৃষি সম্প্রসারণ অফিসার সহ কৃষক কৃষাণী স্থানীয় ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি অফিসার নূরে আলম জানান,আমরা উপজেলা কৃষি বিভাগ ৪০০ শত তালগাছের চারা রোপন করেছি ১ কিলোমিটার রাস্তায় । তালগাছভুক্ত এলাকার চারপাশ প্রাকৃতিক দূর্যোগ বজ্রপাত প্রতিরোধে সহনীয় ভূমিকা পালন করবে। তিনি আরও বলেন,তালগাছের চারা বড় হলে রাস্তার সৌন্দর্য্য বর্ধন সহ মানুষের কল্যাণে আসবে।

গাছ অক্সিজেন উৎপাদনে জীবন্ত ফ্যাক্টরী .শ্লাগানকে সামনে রেখে উদ্যোক্তা মোঃ আতিকুর রহমান মিলন, মোঃ নুহু আলম, উদ্যোক্তা মোস্তাফিজুর রহমান এর উদ্যোগে “গ্রাম বাংলার ঐতিহ্য রক্ষা, শোভা বর্ধন, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা, পাখির অভয়ারণ্য, দর্শনীয় স্থান ও বজ্রপাত প্রতিরোধে তালগাছ রোপন করা হয়।

IT Amadersomaj